একবছর পর আবারও বৈঠকে বসতে চলেছেন শি জিনপিং এবং জো বাইডেন
- আপডেট সময় : ১২:৪১:৫২ অপরাহ্ন, শনিবার, ১১ নভেম্বর ২০২৩
- / ১৭৫০ বার পড়া হয়েছে
একবছর পর আবারও বৈঠকে বসতে চলেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ১৫ নভেম্বর তাদের মধ্যে এই বৈঠক হবে। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিং আগামী বুধবার যুক্তরাষ্ট্রে বৈঠক করবেন বলে নিশ্চিত করেছে হোয়াইট হাউস।
বৈঠকটি ক্যালিফোর্নিয়ায় অনুষ্ঠিত হবে এবং এতে উভয় নেতার মধ্যে বাণিজ্য, তাইওয়ান এবং দুই দেশের সম্পর্ক এগিয়ে নেয়ার বিষয়ে আলোচনা হবে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রেসিডেন্ট শি জিনপিং মঙ্গলবার থেকে ১৭ নভেম্বর পর্যন্ত যুক্তরাষ্ট্র সফরের পরিকল্পনা করেছেন।
এসময় তিনি সান ফ্রান্সিসকোতে এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন-এপিইসি সম্মেলনে যোগ দেবেন এবং ওই সম্মেলনের সাইডলাইনে প্রেসিডেন্ট বাইডেনের সাথে তার বৈঠক করার কথা রয়েছে। এর আগে ২০২২ সালের নভেম্বরে ইন্দোনেশিয়ায় জি-টিয়েন্টি সম্মেলনের সাইডলাইনে প্রেসিডেন্ট জো বাইডেন এবং শি জিনপিংয়ের মধ্যে শেষবার বৈঠক হয়।