হার দিয়েই শেষ হলো বাংলাদেশের বিশ্বকাপ অভিযান
- আপডেট সময় : ০৬:৪৫:৫৭ অপরাহ্ন, শনিবার, ১১ নভেম্বর ২০২৩
- / ১৭০২ বার পড়া হয়েছে
হার দিয়েই শেষ হলো বাংলাদেশের বিশ্বকাপ অভিযান। নিজেদের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ৮ উইকেটে হেরেছে টাইগারা। পুনেতে টস হেরে আগে ব্যাট করে তৌহিদ হৃদয়ের ৭৪ রানে ৮ উইকেট হারিয়ে ৩০৬ রান তোলে বাংলাদেশ। জবাবে মিচেল মার্শের অপরাজিত ১৭৭ রানের ঝড়ো ইনিংসে ৩২ বল হাতে রেখে জয় পায় আগেই সেমিফাইনাল নিশ্চিত করা অস্ট্রেলিয়া। হারলে রেংকিয়ের সেরা ৮ থেকেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা নিশ্চিত বাংলাদেশের।
হতাশায় মোড়ানো বিশ্বকাপ। আরও একটা আসর থেকে খালি হাতে ফিরতে হলো বাংলাদেশকে। আফগানিস্তান, শ্রীলঙ্কা দুই ম্যাচ বাদে ব্যর্থতার ষোলকলা পূর্ণ। শেষটায় মাইটি অস্ট্রেলিয়ার কাছে ধরাশায়ী টাইগাররা। এতো দু:সংবাদের মধ্যে বাংলাদেশের একটু অর্জন আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা নিশ্চিত করা।
অথচ চ্যালেঞ্জিং লক্ষ্য দিয়ে কি দারুণ শুরুটাই না ছিলো বাংলাদেশের। দলীয় ১২ রানে ট্রাভিস হেডকে ফিরিয়ে শুরুর সাফল্য এনে দেন তাসকিন আহমেদ। তবে এই উৎসব মলিন হয়েছে ডেভিড ওয়ার্নার- মিচেল মার্শের অতি মানবীয় ইনিংসে। ১২০ রানের জুটিতে ম্যাচের মোড় গুড়িয়ে দেন এই দুই ব্যাটার।
৫৩ রানে ওয়ার্নারকে ফিরিয়ে ম্যাচে ফেরার আভাস দেন মোস্তাফিজুর রহমান। কিন্তু মার্শের সেঞ্চুরিতে ভেস্তে যায়। শুধু শতকেই থামেননি ম্যাচ জিতিয়েও মাঠ ছেড়েছেন অজি ব্যাটার, ১৭৭ রানে অপরাজিত থেকে। ৬৩ রানে সঙ্গী স্টিভেন স্মিথের অবদানও নেহাত কম নয়।
পুনের মহারাষ্ট্র স্টেডিয়ামে বাংলাদেশের উড়ন্ত শুরু। দুই ওপেনার লিটন-তামিমের উইলো বাজিতে স্কোরবোর্ডে ৭৬ রান, ওভার বার পেরোনোর আগেই। তবে ইনিংস বড় করতে না পারার আক্ষেপ ছিলো তাদের। দুজনই ফিরেছেন সমান ৩৬ রানে।
পরের পাঁচ ব্যাটারও ছুঁয়েছেন দুই অঙ্কের ঘর। এতে বড় সংগ্রহের ভীত পায় লাল সবুজ। যেখানে আক্ষেপ বলতে দুই রান আউট। শান্ত ৪৫, আলোচিত মাহমুদউল্লাহ কাটা পড়েন ৩২ রানে। নিজের শেষ বিশ্বকাপে ৩২৮ রানে বাংলাদেশের সেরা ব্যাটার মাহমুদউল্লাহ। তাওহিদ হৃদয় ছাড়া আর কেউ ফিফটি করতে পারেননি। ফলে আরও বড় সংগ্রহের আশা জাগিয়েও তিনশ ছুঁয়েই থেমেছে বাংলাদেশের ইনিংস।