ভারতের হরিয়ানায় বিষাক্ত মদপানে ১৯ জনের মৃত্যু
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৪১:২৩ অপরাহ্ন, রবিবার, ১২ নভেম্বর ২০২৩
- / ১৭২২ বার পড়া হয়েছে
ভারতের হরিয়ানায় বিষাক্ত মদপানে ১৯ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মদের ডিলারের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়ার দাবি জানিয়েছে এলাকাবাসী। শনিবার এ ঘটনার কথা প্রকাশ্যে এসেছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ১৯ জনের মৃত্যুর ঘটনায় করা মামলায় এ পর্যন্ত সাত জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের মধ্যে স্থানীয় এক কংগ্রেস নেতা ও আরেক জেজেপি পার্টির নেতার ছেলে রয়েছেন। হরিয়ানার মানদেবারি, পাঞ্জেতো কা মাজরা, ফসগড় ও সারান গ্রামে এ ঘটনা ঘটে। হরিয়ানায় সম্প্রতি এমন ঘটনা প্রায়ই ঘটছে।
যে কারণে এবার মনোহর লাল খাটারের সরকারের বিরুদ্ধে কঠোর সমালোচনায় নেমেছেন বিরোধীরা। এ ঘটনায় সাত জনকে গ্রেফতারের পর বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালাচ্ছে পুলিশ। এমন বিষাক্ত মদ আরও আছে কিনা—তা বের করার চেষ্টা চলছে।