দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ইউরিয়া সার কারখানা উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৫১:১৫ অপরাহ্ন, রবিবার, ১২ নভেম্বর ২০২৩
- / ১৮৩৫ বার পড়া হয়েছে
নরসিংদীর পলাশে নির্মিত দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ পরিবেশবান্ধব ঘোড়াশাল পলাশ ইউরিয়া সার কারখানা উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এর আগে দুপুর ১২টার দিকে ঘোড়াশাল পলাশ ইউরিয়া সার কারখানা উদ্বোধন করতে নরসিংদীতে পৌঁছান শেখ হাসিনা। ২০১৮ সালের অক্টোবরে কারখানাটির কার্যক্রম শুরু হয়। ২০২০ সালে কোভিড মহামারির কারণে প্রকল্পের ভৌত কাজ সাময়িকভাবে বাধাগ্রস্ত হয়।
২০২২ সালের এপ্রিলে গণভবন থেকে ভার্চুয়ালি এ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী। শিল্প সচিব জাকিয়া সুলতানা জানিয়েছেন, এ কারখানায় কম গ্যাস দিয়ে বেশি সার উৎপাদন করা যাবে। অর্থাৎ পুরনো দুটি কারখানায় যে গ্যাস ব্যবহার করা হতো, সেই একই পরিমাণ গ্যাস দিয়ে নবনির্মিত কারখানায় বছরে ৯ লাখ ২৪ হাজার টন সার উৎপাদন করা সম্ভব হবে।