অগ্নিসংযোগ করে বিএনপি জামায়াত আ’লীগ সরকারের পতন ঘটনাতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী
- আপডেট সময় : ০৮:২৬:০৬ অপরাহ্ন, রবিবার, ১২ নভেম্বর ২০২৩
- / ১৭৫৬ বার পড়া হয়েছে
অগ্নিসংযোগ করে বিএনপি জামায়াত আওয়ামী লীগ সরকারের পতন ঘটনাতে পারবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, ব্যর্থ হয়ে পোশাক শ্রমিকদের আন্দোলনে ঢুকে বিএনপি জামায়াত সহিংসতা করছে। তবে, পেট্টোল বোমা ও অগ্নিসংযোগের বিরুদ্ধে জনগণই প্রতিরোধ গড়ে তুলবে। আর তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন,সরকার পতনের দু:স্বপ্ন দেখতে দেখতে বিএনপির ১৫ বছর কেছে গেছে। সচিবালয়ে আলাদা মন্ত্রণালয়ে এসব কথা বলেন তারা।
বিএনপি-জামায়াতের অবরোধ ও পোশাক শ্রমিকদের আন্দোলনসহ সমসাময়িক নানা বিষয়ে সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি অভিযোগ করে বলেন, ২০১৩ ও ১৪ সালের মতো আবার নির্বাচনকে সামনে রেখে বিএনপি জামায়াত অগ্নিসংযোগের পথ বেচে নিয়েছে। বিএনপির নেতাকর্মীদের গণগ্রেফতার রপ্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাজনৈতিক নেতাদের গ্রেফতার ও হয়রানী করা হচ্ছে না। বরং ২৮ অক্টোবর নাশকতা মামলার চিহ্নিত আসামীদেরকে গ্রেফতার করা হচ্ছে।
আবরোধ জনগণ মানছে না বলেও পোশাক শ্রমিকদের আন্দোলনে বিএনপি জামায়াত ঢুকে সহিংসতা করছে বলেও দাবি করেন স্বরাষ্ট্রমন্ত্রী। এদিকে, সচিবালয়ে বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ, বিএনপির অবরোধ কর্মসূচির তীব্র সমালোচনা করেন। রাজপথে না এসে চোরাগুপ্তা হামলা করে নির্বাচন বানচাল করা যাবে না বলেও মন্তব্য করেন ড. হাছান মাহমুদ।