খুলে দেয়া হয়েছে আশুলিয়ার অধিকাংশ পোশাক কারখানা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৫৭:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ নভেম্বর ২০২৩
- / ১৮৭৭ বার পড়া হয়েছে
আশুলিয়াতেও অধিকাংশ পোশাক কারখানা খুলে দেয়া হয়েছে। সকাল থেকেই পোশাক শ্রমিকরা দল বেঁধে কারখানায় প্রবেশ করে।
সংকট কাটিয়ে কারখানাগুলোতে শুরু হয়েছে উৎপাদন। পরিস্থিতি স্বাভাবিক থাকলেও নিরাপত্তার স্বার্থে বিভিন্ন কারখানার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। শিল্প পুলিশের পুলিশ সুপার সরোয়ার আলম জানান, সকাল থেকে শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক। এর আগে নূন্যতম মজুরী বাস্তবায়নের দাবীতে শ্রমিকরা বিক্ষোভ ও কারখানা ভাংচুর করে। পরে ১১ নভেম্বর নিরাপত্তার স্বার্থে আশুলিয়া শিল্পাঞ্চলের শতাধিক পোশাক কারখানা একযোগে বন্ধ ঘোষণা করে কারখানা কর্তৃপক্ষ।