বিএনপির চক্রান্ত শেখ হাসিনার বিরুদ্ধে নয় – সমগ্র জাতির বিরুদ্ধে : আমির হোসেন আমু
- আপডেট সময় : ১০:৪৪:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ নভেম্বর ২০২৩
- / ১৬৭১ বার পড়া হয়েছে
শর্তহীন সংলাপ ইস্যুতে- বিএনপি-জামাত ও তাদের মিত্রদের আগে এক দফা দাবি প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন ১৪ দলীয় জোটের নেতারা। ঢাকার কামরাঙ্গীরচরে ১৪ দলের শান্তি সমাবেশে এ আহ্বান জানান তারা। সভায় আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য আমির হোসেন আমু বলেন, বিএনপির চক্রান্ত শেখ হাসিনার বিরুদ্ধে নয়– সমগ্র জাতির বিরুদ্ধে।
এভাবেই শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে ওঠে ঢাকার কামরাঙ্গীরচরে সরকার-সমর্থক ১৪ দলীয় জোটের সমাবেশস্থল। ব্যানার, ফেস্টুন আর প্ল্যাকার্ড নিয়ে খন্ড খন্ড মিছিলসহ নেতাকর্মীরা হাজির হন শান্তি সমাবেশে। কামরাঙ্গীরচরে ঢাকা-২ আসনের উদ্যোগে আয়োজিত শান্তি সমাবেশে সংলাপ ইস্যুতে নেতারা বলেন, বিএনপি-জামাত ও তাদের মিত্রদের আগে এক দফা দাবী প্রত্যাহার করতে হবে। তফসিল ঘোষণাকে কেন্দ্র করে বিএনপি-জামাতের হুমকি প্রতিহত করার ঘোষণা দেন নেতারা। বলেন, বিএনপি’র চক্রান্ত শেখ হাসিনার বিরুদ্ধে নয়, বরং সমগ্র জাতির বিরুদ্ধে। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী যাকেই নৌকা প্রতীক দেয়া হবে, তার পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান ১৪ দলীয় নেতারা।