পঞ্চম দফা অবরোধের প্রথম দিন সকাল থেকেই রাজধানীতে গণপরিবহন চলাচল
- আপডেট সময় : ০৬:৫৮:৩০ অপরাহ্ন, বুধবার, ১৫ নভেম্বর ২০২৩
- / ১৮৯৩ বার পড়া হয়েছে
পঞ্চম দফা অবরোধের প্রথম দিন সকাল থেকেই রাজধানীতে বাড়ে গণপরিবহন চলাচল। তবে যাত্রী সংকটে ছেড়ে যায়নি দূরপাল্লার বাস। অবরোধের সমর্থনে নগরীতে মিছিল করেছে বিএনপি, সমমনা দল ও জোট এবং জামায়াতে ইসলামী। অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী। রাজধানীতে মিছিলে নেতৃত্ব দিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আবারো পাতানো নির্বাচের নীলনকশা বাস্তবায়নে নেমেছে সরকার ও কমিশন।
বিএনপি-জামায়াতসহ সমমনা দল ও জোটের পঞ্চম দফা অবরোধের প্রথম দিনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে শাহবাগ থেকে বাংলা মোটর অভিমুখী সড়কে পিকেটিং ও সড়ক অবরোধ করা হয় । এসময় তিনি বলেন, অবৈধ সরকার ও নির্বাচন কমিশন আরেকটি পাতানো নির্বাচন করতে মরিয়া হয়ে উঠেছে। কিন্তু জনগণ আর কোনো প্রহসনের নির্বাচন মেনে নেবে না। ১৮দিন পর নয়া পল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হয়ে কয়েকজন নেতাকর্মী অবরোধের সমর্থনে স্লোগান দেন। ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করে পুলিশ। তফসিল বিরোধী ও অবরোধের পক্ষে মিছিল করে রিক্সাচালকরা। গুলশানে অবরোধ সমর্থনে বিক্ষোভ মিছিল করে তিতুমীর কলেজ ছাত্রদল। এছাড়াও নগরীর বিভিন্ন এলাকায় মিছিল করে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। অবরোধের সমর্থনে হাইকোর্ট এলাকায় বিক্ষোভ মিছিল করে বিএনপিপন্থী আইনজীবীরা।
বিজয়নগর, পল্টন এলাকায় বিক্ষোভ মিছিল করেছে গণতন্ত্র মঞ্চ, এলডিপি, গণঅধিকার পরিষদসহ সমমনা দল ও জোট। উত্তরা, মিরপুর, মোহাম্মদপুর, সেগুনবাগিচাসহ বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিল করে জামায়াতে ইসলামী। গণপরিবহন চলাচল কিছুটা বাড়লেও, যাত্রী সংকটে আন্তঃজেলা বাস টার্মিনাল থেকে ছেড়ে যায়নি দূরপাল্লার বাস। অপ্রীতিকর ঘটনা এড়াতে নগরীর সব গুরুত্বপূর্ণ সড়ক মোড়ে সতর্ক অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনী।