সংসদ নির্বাচনে মন্ত্রী-এমপিদেরও আচরণবিধি মেনে চলতে হবে : ইসি সচিব
- আপডেট সময় : ০৯:৪২:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ নভেম্বর ২০২৩
- / ১৬৪১ বার পড়া হয়েছে
সংসদ নির্বাচনে মন্ত্রী-এমপিদেরও আচরণবিধি মেনে চলতে হবে বলে জানিয়েছেন ইসি সচিব মো. জাহাংগীর আলম। একই সঙ্গে জেলা প্রশাসক, বিভাগীয় কমিশনার, মেট্রোপলিটন পুলিশ কমিশনারদের বদলির ক্ষেত্রে কমিশনের অনুমোদন নিতে হবে বলেও জানান তিনি। দুপুরে নির্বাচন ভবনে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন নির্বাচন কমিশন সচিব । তিনি জানান, স্থানীয় সরকারের নির্বাচিত জনপ্রতিনিধিরা দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ নিতে চাইলে আগে থেকেই পদত্যাগ করতে হবে। আর ১৮ ডিসেম্বরের আগে কেউ ভোটের প্রচারণা চালাতে পারবে না ।
বুধাবার সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশ্যে ভাষণের মধ্যে দিয়ে দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষাণা করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। বৃহস্পতিবার প্রত্যেক আসন থেকে একজন করে সদস্য নির্বাচনের আহ্বান জানিয়ে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন। তফসিল পরবর্তী নির্বাচনী কার্যক্রম নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন ইসি সচিব মো. জাহাংগীর আলম। তিনি বলেন, সংশ্লিষ্ট সবাইকে নির্বাচনি আচরণ বিধি মেনে চলতে হবে।
স্থানীয় সরকারের নির্বাচিত জনপ্রতিনিধিরা কেউ নির্বাচনে অংশ নিতে চাইলে আগেই পদত্যাগ করতে হবে। ব্যালট পেপার ভোটের দিন যাবে না আগে যাবে এখনও সিদ্ধান্ত হয়নি বলেও জানান তিনি। তফিসলের পর থেকে নির্বাচনী প্রচারনা শুরু হয়ে গেছে-ইসি কি ব্যবস্থা নিয়েছে জানতে চাইলে তিনি বলেন, ইসিতে কোনো অভিযোগ আসেনি। তবে তফসিলের পর থেকে বিভিন্ন রাজনৈতিক দল প্রচার-প্রচারণায় নামার পরও ইসি’র লিখিত অভিযোগের জন্য অপেক্ষা, বিষয়টি দু:খজনক বলে মন্তব্য করেছেন ড. নাজমুল আহসান কলিমুল্লাহ।