নওগাঁয় বিএনপির নেতাকে কুপিয়ে হত্যা
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:১২:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৯ নভেম্বর ২০২৩
- / ১৯৭০ বার পড়া হয়েছে
নওগাঁ শহরের ইয়াদালীর মোড়ে বিএনপির এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার রাত ১০টায় এ ঘটনা ঘটে। নিহত কামাল হোসেন পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড বিএনপি’র যুগ্ম আহ্বায়ক ছিলেন।
জানা গেছে, রাত ১০টার দিকে সড়কের পাশে মোটরসাইকেলে বসে ফোনে কথা বলছিলেন কামাল। এ সময়, মাস্ক ও হেলমেট পরা পাঁচ থেকে সাত জন যুবক তার ওপর অতর্কিত হামলা চালায়। প্রকাশ্যে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায় তারা। হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে হত্যার কারণ এখনও জানা যায়নি। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে পুলিশ। জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছেন তারা।
কামাল জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস নওগাঁ জেলা কমিটিরও সদস্য ছিলেন।