দু’দিনে ৩শ’ আসনের জন্য বিক্রি হয়েছে ২ হাজার ২৮৬টি মনোনয়নপত্র
- আপডেট সময় : ০৮:৪৩:০৪ অপরাহ্ন, রবিবার, ১৯ নভেম্বর ২০২৩
- / ১৬৬৬ বার পড়া হয়েছে
টানা চতুর্থবারের মতো নৌকা জয়ী হয়ে আবারো সরকার গঠন করবে– দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে এই প্রত্যাশার কথা জানান আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীরা। ২য় দিনেও রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ের আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে ছিল মনোনয়ন প্রত্যাশীদের উপচে পড়া ভীড়। তবে সংসদ সদস্য হবার দৌড়ে অংশ নেয়া রাজনীতিবিদদের চিন্তা ও কথায় ছিল স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের সারথী হবার আকাঙ্খা। দু’দিনে ৩শ’ আসনের জন্য বিক্রি হয়েছে ২ হাজার ২৮৬টি মনোনয়নপত্র। আর এ থেকে আয় হয়েছে ১১ কোটি ৩৮ লাখ টাকা।
দৃশ্যটি ২৩ বঙ্গবন্ধু এভিনিউর। আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মনোনয়ন প্রত্যাশীদের উপচে পড়া ভীড়। শ্লোগানে শ্লোগানে ছড়ায় ভোটের আমেজ। বাহিরের মত ভেতরেও নেতাকর্মীদের উপচে পড়া ভীড়। বিভাগীয় কাউন্টার থাকায় মনোনয়ন সংগ্রহে তৈরী হয়নি বিশৃঙ্খলা। মনোনয়নপত্র সংগ্রহের পাশাপাশি জমাও দিচ্ছেন অনেকে। তবে জয়ী হবার প্রত্যয় ছিল সবার মাঝে।
মনোনয়ন পাবার দৌঁড়ে নিজেদের আত্মবিশ্বাস তুলে ধরেন অনেকে। আগামী নির্বাচনে নৌকা বিজয়ী হয়ে স্মার্ট বাংলাদেশ বিনির্মান করবে আর তাতে নিজেদের সারথী হওয়ার প্রত্যয় জানান মনোনয়ন প্রত্যাশারীরা। ফেস্টুন, ব্যানার ও সমর্থকদের শ্লোগানের মাধ্যেমে নিজেদের জনপ্রিয়তার ফুটিয়ে তুলতে নৌকার সম্ভাব্য প্রার্থীদের চেষ্টা ছিল চোখে পড়ার মত।