কাল শেষ হচ্ছে আওয়ামী লীগের মনোনয়ন বিক্রি কার্যক্রম
- আপডেট সময় : ০৭:০৫:৫২ অপরাহ্ন, সোমবার, ২০ নভেম্বর ২০২৩
- / ১৭৯২ বার পড়া হয়েছে
কাল শেষ হচ্ছে আওয়ামী লীগের মনোনয়ন বিক্রি কার্যক্রম। এ সময়সীমা আর বাড়ানো হবে না বলে জানিয়েছেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ। তৃতীয় দিনে মোট ফরম বিক্রি হয়েছে ৭৩৩টি। আর আগের দু’দিনসহ ৩ দিনে মোট ৩ হাজার ১৯টি ফরম বিক্রি হয়েছে।
আগামী দ্বাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে ১৮ নভেম্বর শুরু হয়েছে আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেয়া। সকল বিভাগের জন্য ৪ দিনব্যাপী এ কর্মসূচি চলে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। তৃতীয় দিনে ১০টা থেকে কার্যক্রম শুরু হলেও মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেয়ায় জন্য আরো আগে থেকেই বঙ্গবন্ধু এভিনিউর আওয়ামী লীগ পার্টি অফিসের সামনে ও আশেপাশে ভীড় জমান নেতাকর্মীরা। শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। একজন প্রার্থী সর্বোচ্চ ২ জন নিয়ে প্রবেশের দলীয় নির্দেশনা থাকলেও বেশীরভাগ সে নিয়ম মানেনি। নিজ এলাকার সমস্যা দূর করে স্মার্ট বাংলাদেশ গঠনে অংশ নেবার কথা জানান মনোনয়নপত্র সংগ্রহকারীরা। মনোনয়নপত্র জমা দেবার সময় অনেকে জানান, স্থানীয় জনপ্রতিনিধি হবার সুযোগ পেলে দেশ ও মানুষের কল্যাণে কাজ করার।
মনোনয়ন ফরম জমা দিতে এসে আইসিটি প্রতিমন্ত্রী বলেন নিজ নির্বাচনী এলাকায় আত্মকর্মসংস্থান তৈরিতে জোর দেবেন। মনোনয়নপত্র সংগ্রহ করতে এসে সাংবাদিকদের সাথে কথা বলেন আওয়ামী কেন্দ্রীয় নেতারা। ২১ নভেম্বর নির্দিষ্ট সময়ের মধ্যেই মনোনয়ন প্রত্যশীরা দলীয় ফরম সংগ্রহ ও জমা দিতে পারবে। এরপর যাচাই-বাছাই শেষে দলের পক্ষ থেকে প্রার্থীদের মনোনয়ন দেয়া হবে।