সারাদেশের মানুষকে ভালো রাখাই আ’লীগের উদ্দেশ্য : প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ১০:২৪:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ নভেম্বর ২০২৩
- / ১৭২১ বার পড়া হয়েছে
শুধু উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন নয়, সারাদেশের মানুষকে ভালো রাখাই আওয়ামী লীগের উদ্দেশ্য বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সশস্ত্র বাহিনী দিবসে সেনানিবাসের সেনাকুঞ্জে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। মানুষ পুড়িয়ে মারার রাজনীতিকে অমানবিক উল্লেখ করে তিনি বলেন, কিছু লোক লাশের উপর দিয়ে ক্ষমতায় যেতে চায়। ধারাবাহিক গণতন্ত্রের মাধ্যমে ২০২৬ সাল থেকে বাংলাদেশ উন্নয়নশীল দেশ হিসেবে পথচলা শুরু করবে বলেও জানান সরকার প্রধান।
সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সাভার সেনাকুঞ্জে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষায় অতন্দ্র প্রহরী হিসেবে কাজ করছে সশস্ত্র বাহিনী। দেশের অগ্রগতিতে অবকাঠামো উন্নয়নের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, সারাদেশের মানুষকে ভালো রাখাই আওয়ামী লীগের কাজ। বিএনপি-জামায়াতের আগুন সন্ত্রাসের কথা উল্লেখ করে তিনি বলেন, আওয়ামী লীগ দেশে শান্তি প্রতিষ্ঠা করতে চায়। ধারাবাহিক গণতন্ত্রের মাধ্যমে ২০২৬ সালেই বাংলাদেশ উন্নয়নশীল দেশের কাতারে সামিল হবে বলেও জানান শেখ হাসিনা।