গাইবান্ধার পরিত্যক্ত ঘাঘট লেক এখন বিনোদন পার্ক
- আপডেট সময় : ০৬:২৩:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০২৩
- / ১৮৫৪ বার পড়া হয়েছে
গাইবান্ধা শহরের পরিত্যক্ত ঘাঘট লেক একসময় ছিল ময়লা- আর্বজনায় ভর্তি। সেই আর্বজনার লেক দু’টি এখন বিনোদন পার্ক হয়ে উঠেছে। ইতিমধ্যেই লেক দুটির ওপর নির্মিত হয়েছে দৃষ্টিনন্দন সেতু। পাকা সিড়ি, চলাচলের রাস্তা দুপাশের বসার বেঞ্চ লাইটসহ অনেক কিছু। এখন দুর-দুরান্ত থেকে সব বয়সী মানুষেরা এই দৃষ্টিনন্দন লেক দেখতে আসছেন।
গাইবান্ধা শহরের ভেতর দিয়ে বয়ে চলা ঘাঘট নদী। এর ৬ কিলোমিটার অংশ পরিত্যক্ত হয়ে ঘাঘট লেকে পরিচিতি পায়। রক্ষণাবেক্ষনের অভাবে কচুরিপানা ও ময়লা আবর্জনা জমে পোকা মাকড়ের অভয়ারণ্য হয়। স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর অর্থায়নে একটি ৪৪ মিটার অন্যটি ৪৫মিটার পার্কে নির্মাণ কাজ শুরু করা হয়। ইতিমধ্য কাজ শেষ হয়েছে, দু’পাড়ে যাতাযেতের জন্য খুলে দেয়া হয়েছে।
সেতুটি খুলে দেয়ার পর এখানে ছোট ছেলে-মেয়েরা এসে খেলাধুলায় মেতে উঠছে।
দুই সেতু নির্মানৈ খরচ হয়েছে ৭ কোটি ৬২ লক্ষ টাকা ।
দীর্ঘদিনের আন্দোলনের পর পরিত্যক্ত জায়গায় নানন্দিক সেতু নিমার্ণ করায় খুশি স্থানীয়রা।