৩০ থেকে ৪০ টাকা কেজিতে মিলছে শীতকালীন সবজি
- আপডেট সময় : ০১:৩২:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২৪ নভেম্বর ২০২৩
- / ১৬৪৯ বার পড়া হয়েছে
স্বস্তি ফিরেছে সবজি বাজারে, ৩০ থেকে ৪০ টাকা কেজিতে মিলছে শীতকালীন সবজি। তবে পিঁয়াজ আলুর দাম এখনও না কমায় ক্ষোভ প্রকাশ করেন ক্রেতারা। নতুন করে আটা-ময়দা ও মসুর ডালের দাম বৃদ্ধিতে অস্থিরতা বিরাজ করছে বাজারে। অবরোধ ও ক্রেতা সংকটে কমেছে গরু মাংসের দাম। তবে মাছের বাজার আগের মতই চড়া। নিয়মিত বাজার তদারকি করলে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ সম্ভব বলে আবারও জানান সাধারণ মানুষ।
শীতের সবজিতে ভরে উঠেছে রাজধানীর বাজার। ফলে দীর্ঘ দিন চড়া দামে থাকা সবজির বাজারে ফিরেছে স্বস্তি।
বাজার ঘুরে দেখা গেছে, শিম, বেগুন, মুলাসহ কিছু সবজি ৩০ থেকে ৫০ কেজি মধ্যে পাওয়া যাচ্ছে। কাঁচামরিচের কেজি ৮০ থেকে ১০০ টাকা।
তবে চাল-ডাল, চিনি, আদা, পেঁয়াজ-রসুনসহ বিভিন্ন পণ্যের চড়া দামে ক্ষুব্ধ ক্রেতারা। আয়-ব্যায়ের তাল মেলাতে না পেরে ক্ষোভ প্রকাশ করেন সাধারণ মানুষ।
সাপ্তাহের ব্যবধানে মসুর ডাল কেজিতে ৩০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১৪০ থেকে ১৪৫ টাকায়। আর আটা-ময়দা কেজিতে বেড়েছে ৫ টাকা।
হরতাল-অবরোধে সরবরাহ ঘাটতিতে বাজারে অস্থিরতা বিরাজ করছে বলে জানান বিক্রেতারা।
এদিকে, স্বস্তি ফিরেছে গরুর মাংসের বাজারে। ক্রেতা সংকটে দাম কমাতে বাধ্য হয়েছেন মাংস বিক্রেতারা।
ব্রয়লার ও সোনালী মুরগি কেজিতে কমেছে ১০ থেকে ১৫ টাকা। তবে মাছের বাজার এখনও চড়া বলে জানান ক্রেতারা।
নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে নিয়মিত বাজারে মনিটরের দাবি সাধারণ মানুষের।