নাটোরে স্বাস্থ্যকর্মীকে গলা কেটে হত্যা

এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:৪৩:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২৪ নভেম্বর ২০২৩
- / ২২৮৩ বার পড়া হয়েছে
নাটোরের লালপুরে মাহমুদা আক্তার বীথি নামে এক স্বাস্থ্যকর্মীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল রাতে উপজেলার তোফাকাটা মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
তিনি স্থানীয় আনোয়ার ক্লিনিকে স্বাস্থ্যকর্মী হিসাবে কর্মরত ছিলেন। লালপুর থানার ওসি জানান, রাতে দায়িত্ব পালন শেষে ক্লিনিক থেকে বের হয়ে বাড়ি না ফেরায় স্বজনরা খোঁজাখুজি শুরু করে। সকালে তোফাকাটা মোড় এলাকার আম বাগানের পাশে বীথির গলাকাটা মরদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এসময় দেহের পাশে মানিব্যাগ ও পুরুষের ব্যবহৃত জুতা পড়ে থাকতে দেখে তা আলামত হিসাবে জব্দ করা হয়।