‘বড় দলের অংশগ্রহণ ছাড়া ৯০ শতাংশ ভোটেও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা পাবে না নির্বাচন’
- আপডেট সময় : ০১:০৩:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৫ নভেম্বর ২০২৩
- / ১৯২৩ বার পড়া হয়েছে
সাধারণ মানুষের আকাঙ্খা একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও প্রতিযোগিতামূলক নির্বাচন। কিন্তু আবারও একতরফা ও সহিংসতাপূর্ণ নির্বাচনের দিকে এগুচ্ছে বলে মনে করেন বিশ্লেষকরা। তারা বলেন, দেশের বড় বড় রাজনৈতিক দলগুলো নির্বাচনে না আসলে ৯০ শতাংশ ভোট পড়লেও সেই নির্বাচন আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা পায় না।
সকালে রাজধানীর মোহাম্মদপুরে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ আয়োজিত সুষ্ঠু, নিরপেক্ষ ও প্রতিযোগিতামুলক নির্বাচনের পরিবেশ, প্রত্যাশা, বাস্তবতা ও করণীয় শীর্ষক গোলটেবিল বৈঠক হয়। বিশ্লেষকরা বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা না হলে সামনে চরম সাংঘর্ষিক পরিস্থিতি তৈরি হতে পারে।
যা কারোই কাম্য নয়। দেশে এমন পরিস্থিতি সৃষ্টির আগেই নির্বাচন কমিশনকে দায়িত্ব নিতে হবে। কিন্তু নির্বাচন কমিশনের তেমন কোনো উদ্যোগ নেই বলেও মনে করেন তারা। বলেন, একতরফা নির্বাচনের হাত থেকে দেশ রক্ষায় রাজনৈতিক দলগুলোর সমঝোতার বিকল্প নেই। তা না হলে হুমকির মুখে পড়বে দেশের গণতন্ত্র। তারা আশা প্রকাশ করেন, নির্বাচনী সংকট দূরকরণে বড় দুই দল এগিয়ে আসবে।