রাজনৈতিক অস্থিরতায় ধ্বস নেমেছে রাঙামাটির পর্যটন শিল্পে
- আপডেট সময় : ০১:৪৪:৫৩ অপরাহ্ন, রবিবার, ২৬ নভেম্বর ২০২৩
- / ১৭৭০ বার পড়া হয়েছে
রাজনৈতিক অস্থিরতায় ধ্বস নেমেছে রাঙামাটির পর্যটন শিল্পে। টানা হরতাল অবরোধে পর্যটক না আসায় এ শিল্প সংশ্লিষ্ট ব্যবসা বাণিজ্যও স্থবির হয়ে পড়েছে। আয় না থাকায় মাথায় হাত পড়েছে শিল্পের সাথে জড়িত শ্রমিকদের। ব্যবসায়ীরা বলছেন, করোনা চেয়েও খারাপ অবস্থায় নেমেছে রাঙামাটির পর্যটন ব্যবসা।
শীতের শুরুতে নতুন সাজে রাঙামাটির প্রকৃতি। চলছে পর্যটন মৌসুম। কিন্তু রাজনৈতিক অস্থিরতায় পর্যটক শুন্য দেশের অন্যতম পর্যটন জেলা রাঙামাটি। মানুষের পদচারনা না থাকায় সুনসান নিরবতা পর্যটন স্পটগুলোতে। ভাড়া পাচ্ছেন না অটোরিক্সা চালকরা, ঘাটে পড়ে আছে টুরিষ্ট বোট, বেচা বিক্রি নেই আবাসিক হোটেলে, রেস্তোরাঁ ও উপজাতীয় বস্ত্র বিতান লোক শূন্য।
ব্যবসায়ীরা জানান, মহামারী করোনা কালের চেয়েও খারাপ পরিস্থিতির মুখোমুখি রাঙামাটির পর্যটন ব্যবসা। তবে পর্যটকদের নিরাপত্তা দিতে সব ধরণের প্রস্তুতির কথা জানান ট্যুরিস্ট পুলিশের এ কর্মকর্তা।
রাজনৈতিক পরিস্থিতি স্বাভাবিক হলে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশায় রাঙামাটির পর্যটন ব্যবসায়ীরা।