হাসপাতালে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি
- আপডেট সময় : ০৬:৩৭:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৬ নভেম্বর ২০২৩
- / ১৮১৬ বার পড়া হয়েছে
নন্দিত অভিনেত্রী এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিচালক জ্যোতিকা পাল জ্যোতি অসুস্থ হয়ে রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন।
গতকাল রাতে তীব্র পেট ব্যথা নিয়ে তিনি হাসপাতালের জরুরি বিভাগে আসেন। দীর্ঘদিন ধরে তিনি ডায়াবেটিসের জটিলতা সহ নানাবিধ অসুখে ভুগছেন। মধ্যরাতে তাকে হাসপাতালে নিয়ে আসেন পরিচালক নঈম ইমতিয়াজ নেয়ামুল।
চিকিৎসকদের সূত্র অনুযায়ী শরীরে রক্তের প্রদাহ, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স ও কিডনি সংক্রমণ সহ নানাবিধ উপসর্গ এবং অনিয়ন্ত্রিত ডায়াবেটিস রয়েছে। তার যথাযথ চিকিৎসা এবং রোগ নির্ণয় প্রক্রিয়া চলছে। তিনি এন্ডোক্রাইনোলজিস্ট (ডায়াবেটিস ও হরমোন বিশেষজ্ঞ) ও মেডিসিন বিশেষজ্ঞ এর তত্ত্বাবধানে রয়েছেন। তবে তিনি কমপক্ষে ৪৮ ঘন্টা অবজারভেশনে থাকবেন।
উল্লেখ্য, তিনি আয়না, নন্দিত নরকে, অনিল বাগচির একদিন, লাল মুরগির ঝুঁটি সহ অসংখ্য জনপ্রিয় চলচ্চিত্র এবং টিভি নাটকে অভিনয়ে মুন্সিয়ানার পরিচয় দিয়েছেন। এছাড়াও সম্প্রতি তিনি গৌতম কৈরীর বঙ্গমাতা চলচ্চিত্রে শেখ ফজিাতুন্নেসা মুজিবের চরিত্রে অভিনয় করেছেন।