বিএনপি নির্বাচনে এলে পুনঃতফসিল করা যেতে পারে : প্রধান নির্বাচন কমিশনার
- আপডেট সময় : ০৭:১৭:০৭ অপরাহ্ন, রবিবার, ২৬ নভেম্বর ২০২৩
- / ১৭২৩ বার পড়া হয়েছে
বিএনপি নির্বাচনে এলে পুনঃতফসিল করা যেতে পারে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। তিনি বলেন, এখনো সময় আছে। তারা এলে জাতির জন্য সৌভাগ্য হবে। কমিশন চায় নির্বাচন অংশগ্রহণমূলক হোক। বিকেলে নির্বাচন ভবনে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন সিইসি। ১৮ ডিসেম্বরের আগে সম্ভাব্য প্রার্থীদের প্রচারনা-শোডাউনে আচরনবিধি লঙ্ঘন নয় বলেও জানান তিনি। নির্বাচনে সেনাবাহিনী প্রয়োজন হলে সরকার তার ব্যবস্থা করবে বলেও জানান কাজী হাবিবুল আউয়াল।
নির্বাচন কমিশন সচিবালয় ও এর আওতাধীন মাঠ পর্যায়ে কাজের জন্য নতুন নিয়োগকৃতদের যোগদান অনুষ্ঠানে অংশ নেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। নির্বাচন ভবন অডিটোরিয়ামে নতুনদের স্বাগত জানান তিনি। পরে মিডিয়া সেন্টারে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন সিইসি। বলেন, বিএনপি নির্বাচন আসলে, তফসিল রিসিউল করা যেতে পারে। নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের বিষয়ে তিনি বলেন, সেনাবাহিনী নিয়ে একেবারে শেষ পর্যায়ে আলোচনার পর সিদ্ধান্ত হবে।
নির্বাচনের আগে প্রশাসনের রদবদল প্রসঙ্গে সিইসি বলেন, কমিশন এখতিয়ারের বাইরে যাবে না। সম্ভাব্য প্রার্থীরা আচরনবিধি লঙ্ঘন করছেন এব্যাপারে তিনি বলেন, ১৮ ডিসেম্বরের আগে প্রার্থীদের প্রচারনা, সোডাউনে কোনো বাধা নেই। গণভবনে প্রধানমন্ত্রীর বৈঠকও আচনবিধি লঙ্গনে পড়বে না বলে জানান কাজী হাবিবুল আউয়াল।