নিষিদ্ধ জঙ্গি সংগঠন ‘আল্লাহর দল’র কুমিল্লা বিভাগের আঞ্চলিক প্রধানসহ গ্রেফতার ৫
- আপডেট সময় : ০৭:৫৪:১৯ অপরাহ্ন, রবিবার, ২৬ নভেম্বর ২০২৩
- / ১৭৭৮ বার পড়া হয়েছে
নিষিদ্ধ জঙ্গি সংগঠন ‘আল্লাহর দল’র কুমিল্লা বিভাগের আঞ্চলিক প্রধানসহ সক্রিয় ৫ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশের এন্টি টেররিজম ইউনিট। সকালে, বারিধারায় সংস্থার প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান এন্টি টেররিজম ইউনিটের পুলিশ সুপার ছানোয়ার হোসেন। তিনি জানান, নাশকতার উদ্দেশে কুমিল্লায় কোচিং সেন্টারের নাম করে বাসা ভাড়া নিয়ে তৎপরতা চালায় আল্লাহর দল। প্রতি জেলায় সংগঠনটির সদস্যরা সক্রিয় আছে।
আপস…..
প্রতিদিনই দেশে সক্রিয় হচ্ছে নিষিদ্ধ জঙ্গিসংগঠনগুলো।একের পর এক অভিযানে রেব,পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ধরাও পড়ছে তারা। এমনই একটি নিষিদ্ধ জঙ্গী সংগঠন আল্লাহর দলের ৫ জন সদস্যকে কুমিল্লার কৌতয়ালী এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশের এন্টি টেররিজম ইউনিট-এটিইউ।তাদের কাছ থেকে ৮টি মোবাইল ফোনসহ বিপুল পরিমান সাংগঠনিক দলিল জব্দ করা হয়েছে।
আপস….
রাজধানীর বারিধারায় এন্টি টেররিজম ইউনিটের প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে এব্যাপারে বিস্তারিত জানান ইউনিটের পুলিশ সুপার ছানোয়ার হোসেন।
সট: মোহাম্মদ ছানোয়ার হোসেন, পুলিশ সুপার, অ্যান্টি টেররিজম ইউনিট
কুমিল্লায় কোচিং সেন্টারের নামে বাসা ভাড়া নিয়ে তৎপরতা চালায় আল্লাহর দল। প্রতি জেলায় তাদের সদস্যরা সক্রিয় বলে দাবি করেন তিনি।
সট: মোহাম্মদ ছানোয়ার হোসেন, পুলিশ সুপার, এন্টি টেররিজম ইউনিট
অন্য জঙ্গী সংগঠনের চেয়ে আল্লার দল আর্থিকভাবে শক্তিশালী বলেও জানান ছানোয়ার হোসেন।
আপস।(সিংক)
সানজিদা প্রিয়,এসএটিভি,ঢাকা।