নির্বাচন নিয়ে সবাই বিশ্বাস ও অবিশ্বাসের দোলাচলে আছে : প্রধান নির্বাচন কমিশনার
- আপডেট সময় : ১১:৫৫:০৪ পূর্বাহ্ন, সোমবার, ২৭ নভেম্বর ২০২৩
- / ১৯৫৪ বার পড়া হয়েছে
নির্বাচন নিয়ে দেশ সংকটে আছে জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, নির্বাচন নিয়ে সবাই বিশ্বাস ও অবিশ্বাসের দোলাচলে আছে। তিনি বলেন,নির্বাচন নিয়ে যে বির্তক দেখা দিয়েছে তা অনাকাঙ্ক্ষিত।
সকালে আগারগাও নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ইলেকট্রন ইলেক্টোরাল অনুসন্ধান কমিটির বিচার বিভাগীয় কর্মকর্তাদের প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এসময় সিইসি বলেন,দেশের অর্থনীতি রক্ষা করতে হলে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের বিকল্প নেই, এখানে কোন কারচুপির আশ্রয় নেয়ার সুযোগ নেই, নির্বাচনে বিদেশিরাও নজর রাখছে।
এর জন্য দ্বাদশ সংসদ নির্বাচনে সংশ্লিষ্টদের সাহস ও সততার সঙ্গে কাজ করতে হবে।কোনো বিতকৃত ফলাফল চায় না নির্বাচন কমিশন। তিনি বলেন, গণতন্ত্রকে বাচাতে নির্বাচনকে বাচিয়ে রাখতে হবে। কার গত ৫০ বছরে দেশের গণতন্ত্রে বিচ্ছুতি ঘটেছে।