চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসনের ১২টিতেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের ঘোষণা আওয়ামী লীগ নেতাদের
- আপডেট সময় : ০১:৫৬:৩২ অপরাহ্ন, বুধবার, ২৯ নভেম্বর ২০২৩
- / ১৭৭২ বার পড়া হয়েছে
চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসনের ১২টিতেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগ নেতারা। কৌশলগত কারণে, দলের হাইকামান্ডের অনুমোদন থাকায় দলীয় নেতারা নেমেছেন স্বতন্ত্র প্রার্থীর প্রচারণায়। আওয়ামী লীগ নেতারা বলছেন, উৎসবমুখর নির্বাচন করে বিএনপির অভাব পুরণ করতে চান তারা। আর রাজনীতি বিশ্লেষকরা বলছেন, এবারও নতুন মোড়কে আরেকটি ভাওতাবাজীর নির্বাচনের দিকেই এগুচ্ছে সরকার।
কয়েক হাজার নেতাকর্মীর গায়ে মুজিব কোট পড়িয়ে উৎসবমুখর পরিবেশে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিতে আসেন, চট্টগ্রাম ৬ আসনে আওয়ামী লীগের প্রার্থী এবিএম ফজলে করিম চৌধুরী। সবাইকে নির্বাচনে আসার আহবান জানান তিনি।
নগরীর সল্টগোলা ক্রসিং এলাকায় নির্বাচনী মতবিনিময় সভা করেন চট্টগ্রাম-১১ আসনের স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা কাউন্সিলর জিয়াউল হক সুমন। নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ.জ.ম নাছির উদ্দিনসহ সিনিয়র নেতারা অংশ নেন মতবিনিময়ে।
আওয়ামী লীগ নেতাদের দাবি, অতীতের মতো কেন্দ্রে ভোটার খরা কাটাতেই দলের হাইকমান্ডের সিন্ধান্তে বিভিন্ন আসনে জনপ্রিয় নেতারা স্বতন্ত্র নির্বাচন করছেন।
আর রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বিদেশি চাপে ডামী প্রার্থীদের দিয়ে নতুন নাটক মঞ্চস্ত করার চেষ্টা করছে সরকার।
চট্টগ্রামের ১৬টি আসনে ৮৫ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।