মনোনয়ন পত্র দাখিল করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের
- আপডেট সময় : ০৬:২৩:২০ অপরাহ্ন, বুধবার, ২৯ নভেম্বর ২০২৩
- / ১৭১১ বার পড়া হয়েছে
দ্বাদশ সংসদ নির্বাচনের রিটার্নিং অফিসার ঢাকার বিভাগীয় কমিশনারের কার্যালয়ে মনোনয়ন পত্র দাখিল করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। সকালে তার স্ত্রী শেরিফা কাদের নিজে ঢাকা ১৮ এবং জি এম কাদেরের পক্ষে ঢাকা ১৭ আসনে মনোনয়নপত্র দাখিল করেন। রির্টানিং কর্মকর্তা বিভাগীয় কমিশনারের কাছে গত দু’দিনে ঢাকার বিভিন্ন আসনে আওয়ামী লীগ, জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র মোট ২৪টি মনোনয়নপত্র জমা পড়েছে। বেলা বাড়ার সাথে সাথে মনোনয়ন জমা প্রার্থীদের ভীড় বাড়ছে। সকালে আওয়ামীলীগের প্রার্থী বাহাউদ্দীন নাসিম ও সাইদ খোকন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এছাড়া অন্যান্য দল থেকেও মনোনয়নপত্র জমা দিয়েছে প্রার্থীরা। আগামীকাল ৩০শে নভেম্বর মননোয়নপত্র দাখিলের শেষ দিন।
দ্বাদশ সংসদ নির্বাচনের সামনে রেখে সারাদেশে উৎসব মুখর পরিবেশ চলছে প্রার্থীদের মনোনয়ন ফরম জমাদানের কার্ক্রম। সকাল থেকে রিটার্নিং অফিসারের কার্যালয়ে আসতে থাকেন প্রার্থীরা। নেতাকর্মীদের পদচারণয়া মুখর হয়ে উঠে সেগুনবাগিচার বিভাগীয় কমিশনারের কার্যালয়। মনোনয়ন জমা দেন ঢাকা-৬ আসনের আওয়ামীলীগের প্রার্থী সাইদ খোকন ও ঢাকা–৮ আসনের বাহাউদ্দীন নাসিম। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট চান তারা ঢাকা ১২ আসনে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পক্ষে মনোনয়ন জমা দেয়া হয়। এছাড়াও ঢাকা ১৫ আসনে কামাল আহমেদ মজুমদারের হয়ে মনোনয়ন জমা দেন তার প্রতিনিধি।
জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের স্ত্রী শেরিফা কাদের নিজে ঢাকা ১৮ এবং তার স্বামীর পক্ষে ঢাকা ১৭ আসনে মনোনয়ন জমা দেন। ঢাকা-৪ আসনে জাতীয় পার্টির সৈয়দ আবু হোসেন বাবলা ছাড়াও ঢাকার বিভিন্ন আসনেবর্তমান সংসদ সদস্যসহ, স্বতন্ত্র প্রার্থীরা মনোনয়ন জমা দেন। ঢাকা ৭ আসনে জাকের পার্টি থেকে মনোনয়নপত্র জমা দেন বিপ্লব চন্দ্র বণিক। ঢাকার ১৪ ও ১৫ আসন থেকে মনোনয়নপত্র জমা দিয়েছে জাসদ প্রর্থীরা।৷ আসন ভাগাভাগির বিষয়ে জোটের সিদ্ধান্তই চূড়ান্ত বলে জানান তারা। ঢাকার ২০টি আসনে ১৭৫জন মনোনয়ন সংগ্রহ করলেও ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে গত দু’দিন ২৪টির মনোনয়ন পত্র জমা পড়েছে বলে জানান বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা। আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা সবচেয়ে বেশি মনোনয়ন জমা দেন। বৃহস্পতিবার শেষ হচ্ছে মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদান প্রক্রিয়া।