তাইজুলের দুর্দান্ত বোলিংয়ে সিলেট টেস্টে লিডের আশায় বাংলাদেশ
- আপডেট সময় : ০৭:০৯:২৯ অপরাহ্ন, বুধবার, ২৯ নভেম্বর ২০২৩
- / ১৮৭৫ বার পড়া হয়েছে
তাইজুল স্পিনে সিলেট টেস্টে লিডের আশায় বাংলাদেশ। দ্বিতীয় দিন শেষে ৪৪ রানে পিছিয়ে নিউজিল্যান্ড, হাতে আছে দুই উইকেট। ৮ উইকেটে ২৬৬ রান নিয়ে দিন শেষ করেছে সফরকারীরা। টেস্ট ক্যারিয়ারে ২৯তম সেঞ্চুরি তুলে উইলিয়ামসন আউট ১০৪ রানে। ৪ উইকেট নিয়ে বাংলাদেশের সেরা বোলার তাইজুল ইসলাম। এর আগে, ৩১০ রানে প্রথম ইনিংসে অলআউট হয় বাংলাদেশ।
সাদা পোষাকে রঙ্গীন বাংলাদেশ। টেস্টে শেষ কবে এমন উজ্জল ছিলো টাইগাররা। শেষ সেশনে দারুণ বোলিংয়ে সিলেট টেস্টের নিয়ন্ত্রণে স্বাগতিকরা। উইলিয়ামসনের সেঞ্চুরির পর ৪৪ রানে পিছিয়ে নিউজিল্যান্ড, হাতে দুই উইকেট, স্কোরবোর্ডে রান ৮ উইকেটে ২৬৬। তৃতীয় দিন সকালে লিড পাওয়ার আশায় খেলতে নামবে বাংলাদেশ। দিনের শুরুটাও স্পিনারদের হাত ধরে। দুই কিউই ওপেনারকে ফিরিয়ে শুরুর সাফল্য এনে দেন তাইজুল, মেহেদি মিরাজ। হ্যানরি নিকোলস কাটা পড়েন শরিফুল পেসে। মাঝারি ইনিংসে টাইগারদের ভুগিয়েছে ড্যারি মিচেল, গ্ল্যান ফিলিপস। তবে, ভয়ঙ্কর হতে পারেননি।তাইজুল, মমিনুলে স্বস্তি ফেরে বাংলাদেশ শিবিরে। ব্যতিক্রম ছিলেন কেন উইলিয়ামসন। যার সেঞ্চুরিতে লিড নেয়ার স্বপ্ন দেখতে থাকে নিউজিল্যান্ড। দিনটা যে তাইজুলের, নতুন বল পেয়ে আবারও জ্বলে উঠলেন।
প্রথমে শতক হাঁকানো উইলিয়ামসন, এরপর শোধিকে ফিরিয়ে বাংলাদেশকে লিডের স্বপ্নে দেখান তাইজুল। এর আগে দ্বিতীয় দিনে বাংলাদেশের প্রথম ইনিংসের বয়স বেড়েছে মাত্র ১ বল। দিনের প্রথম বলের টিম সাউদের লেগ বিফোরে পা দেন শরিফুল ইসলাম। ৩১০ রানে থামে বাংলাদেশের ইনিংস।