সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সবার সহযোগিতা চায় আ’লীগ : কাদের
- আপডেট সময় : ০৬:০৫:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩
- / ১৭৮৭ বার পড়া হয়েছে
সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সবার সহযোগিতা চায় আওয়ামী লীগ। একইসঙ্গে দলীয় প্রার্থী ও নেতাকর্মীদের নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে মেনে চলার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আর তথ্যমন্ত্রী ড.হাছান মাহমুদ বলেছেন, বিএনপির মূল নেতৃত্ব দলের নেতাদের কারাগারে আবদ্ধ করে রেখেছে, তাদেরকে নির্বাচনে অংশ নিতে দেয় না। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে একথা বলেন তারা।
ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের । তিনি বলেন, আগামী নির্বাচন ভোটারবিহীন হবে না। জাতিসংঘ নির্বাচনে পর্যবেক্ষক না পাঠালেও যুক্তরাষ্ট্র৷ কমনওয়েলথ সহ অনেকে পাঠাবে। জোটের আসন ভাগাভাগি নিয়েও কথা বলেন তিনি। এদিকে সচিবালয়ে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাছান মাহমুদ। তিনি বলেন, বিএনপির অনেক নেতা নির্বাচন বর্জনের সঙ্গে একমত নয়। শ্রমিক নেতা কল্পনা আক্তারের বিদেশ ভ্রমণ নিয়েও প্রশ্ন তোলেন ডক্টর হাছান মাহমুদ।