প্রতিনিয়ত শীর্ষ সন্ত্রাসীদের আটক করা হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী
- আপডেট সময় : ০৬:৫৫:৩৩ অপরাহ্ন, বুধবার, ৬ ডিসেম্বর ২০২৩
- / ১৮৮৫ বার পড়া হয়েছে
নির্বাচনকে সামনে রেখে যাদের কাছে অবৈধ অস্ত্র রয়েছে, তাদের চিহ্নিত করার চেষ্টা চলছে বলে জানান আসাদুজ্জামান খান কামাল। সকালে জাতীয় শিল্পকলা একাডেমিতে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রতিনিয়ত শীর্ষ সন্ত্রাসীদের আটক করা হচ্ছে। এদের অনেকে জেলখানায় আছে। আবার কেউ কেউ দেশ ত্যাগ করেছে।
জাতীয় শিল্পকলা একাডেমিতে “বাংলাদেশকে ভারতের স্বীকৃতির ৫২ বছর পূর্তি” উপলক্ষ্যে সেমিনারের আয়োজন করে এশিয়াটিক সোসাইটি। অনুষ্ঠানে গেস্ট অব অনার বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেন, মানচিত্র ভিন্ন হলেও ২ দেশের মানুষ সম্পর্ক এক আত্মার মতো।
এতে প্রধান অতিথির বক্তব্য শেষে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নির্বাচনকালীন সময়ে দেশে অধিকতর শান্তির পরিবেশ নিশ্চিত করতে নির্বাচন কমিশন বৈধ অস্ত্র জমা দেয়া এবং অবৈধ অস্ত্র উদ্ধারের নির্দেশ দিতে পারে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসীদের দেশে আনার ব্যাপারে সচেষ্ট রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। সীমান্ত হত্যা ক্রমান্বয়ে হ্রাস পাচ্ছে। হত্যা কমাতে বিএসএফ-বিজিবি নিয়মিত কাজ করছে। দ্রুতই তা শূন্যের কোঠায় নেমে আসবে বলেও জানান আসাদুজ্জামান খান কামাল।