ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে মিললো ২৩ বস্তা টাকা

- আপডেট সময় : ০২:৪০:০৬ অপরাহ্ন, শনিবার, ৯ ডিসেম্বর ২০২৩
- / ১৮৯৩ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী পাগলা মসজিদের ৯টি দানবাক্স খুলে ৩ মাস ২০ দিন পর পাওয়া গেছে ২৩ বস্তা টাকা। সঙ্গে মিলেছে বৈদেশিক মুদ্রা ও সোনা-রূপার গয়নাও।
কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ কমিটির সভাপতি মোহাম্মদ আবুল কালাম আজাদ এবং কিশোরগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখের উপস্থিতি সকাল সাড়ে ৭টায় মসজিদের ৯টি দানবাক্স খোলা হয়। পরে, এসব টাকা বস্তায় ভরে নেয়া হয় মসজিদের দোতলায়।সেখানে মেঝেতে টাকা ঢেলে চলছে গণনার কাজ। ষাটজন ব্যাংক কর্মকর্তা এবং প্রায় দেড়শো মাদ্রাসাছাত্র-শিক্ষক এ গণনায় অংশ নিয়েছেন। টাকা গণনা শেষ হতে রাত হয়ে যাবে বলে জানিয়েছে মসজিদ কর্তৃপক্ষ। এর আগে, চলতি বছরের আগস্ট মাসে এসব দানবাক্স খুলে তিন মাস তেরো দিনে মিলেছিলো ৫ কোটি ৭৮ লাখ ৯ হাজার ৩২৫ টাকা। পাগলা মসজিদে আটটি দানবাক্স থাকলেও এবার আরও একটি দানবাক্স বাড়ানো হয়েছে। বর্তমানে দানবাক্সের সংখ্যা ৯টি।