পাগলায় এসএ পরিবহনের তিনটি কাভার্ডভ্যান থেকে বিপুল পরিমাণ পণ্য আত্মসাৎ
- আপডেট সময় : ০৩:৩০:৪০ অপরাহ্ন, শনিবার, ৯ ডিসেম্বর ২০২৩
- / ২১৩২ বার পড়া হয়েছে
নৌ-পথ অরক্ষিত রেখে এবার মহাসড়ক থেকে বৈধ পণ্যকে অবৈধ সাজিয়ে হাতিয়ে নেয়ার মিশনে নেমেছে কোস্টগার্ডের পাগলা ইউনিটের কতিপয় অসাধু কর্মকর্তা। এক মাসের ব্যবধানে শুধু এসএ পরিবহনের তিনটি কাভার্ডভ্যান থেকে বিপুল পরিমাণ পণ্য আত্মসাৎ করেছে তারা। সবশেষ বৃহস্পতিবার ভোরে গাড়ি আটকে মালামাল আত্মসাতের চেষ্টা চালায়। কিন্তু এসএ পরিবহনের পক্ষ থেকে প্রতিবাদ জানালে, কাস্টমস কর্মকর্তাকে ডেকে এনে নিরীহ ড্রাইভার- হেল্পারদের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানি করে কোস্টগার্ড। বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছে গ্রাহক ও এসএ পরিবহনের কর্তৃপক্ষ।
প্রতিদিনের মতো গ্রাহকদের বুকিং করা জরুরি ডাক ডকুমেন্ট প্যাকেট পার্শ্বেল নিয়ে এসএ পরিবহনের একটি কাভার্ডভ্যান বেনাপোল থেকে মাগুরা হয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে। বৃহস্পতিবার ভোর তিনটার দিকে গাড়িটি কেরানীগঞ্জের ধলেশ্বরী ব্রিজ এলাকায় এলে, কোস্টগার্ডের পাগলা ইউনিটের সদস্যরা অস্ত্রের মুখে ড্রাইভার হেলপারকে জিম্মি করে তাদের ক্যাম্পে নিয়ে যায়।
দিনভর তল্লাশির নামে গাড়িতে থাকা গ্রাহকের বিভিন্ন ধরনের মালামাল কেটে ছিঁড়ে তছনছ করে। এসময় এসএ পরিবহনের দায়িত্বশীল কর্মকর্তারা উপস্থিত হয়ে প্রতিবাদ জানালে, শুরু হয় নানা নাটকীয়তা।
টানা ১৫ ঘণ্টা পর সন্ধ্যায় কাস্টমস কর্মকর্তাদের ডেকে গ্রাহকের বুকিং করা বৈধ পণ্যকে অবৈধ দাবি করে মামলা দায়েরের প্রক্রিয়া শুরু করে। এই মামলায় এসএ পরিবহনের দরিদ্র নিরীহ ড্রাইভার ও হেলপারকেও আসামি করে কোস্টগার্ড।
বেনাপোল বর্ডার দিয়ে বৈধভাবে আসা পাসপোর্ট যাত্রীদের পণ্য দেশের বিভিন্ন গন্তব্যে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাচ্ছিলেন তারা। পার্শ্বেলকৃত প্রতিটি পণ্যের সঙ্গে পাসপোর্টের কপিসহ আনুষঙ্গিক সব ডকুমেন্ট রয়েছে। কিন্তু এসব আমলে না নিয়ে একতরফাভাবে জোর করে মালামাল ছিনিয়ে নিতে তৎপর কোস্টগার্ড।
কোস্টগার্ডের মতো সুশৃঙ্খল বাহিনীর কতিপয় সদস্যের অপেশাদার আচরণ ও পণ্য তছনছ করায় ক্ষোভ জানান সাধারণ গ্রাহকরা।
এর আগে গেলো ২০ নভেম্বর ও ৩ ডিসেম্বর নারায়নগঞ্জের ফতুল্লা লিংক রোডে আরো দুটি ডাকবাহী কাভার্ডভ্যান আটকে বিপুল পরিমাণ পণ্য ছিনিয়ে নেয় কোস্টগার্ডের একই ক্যাম্পের সদস্যরা। প্রতিটি ঘটনার নেতৃত্ব দেন স্টেশন কমান্ডার কমোডোর কাজী আকিব আরাফাত।
নৌপথের নিরাপত্তা নিশ্চিত করা কোস্টগার্ডের মূল দায়িত্ব। কিন্তু সেই দায়িত্ব পালন না করে, মহাসড়কে অভিযানের নামে সাধারণ মানুষের মালামাল তছনছ করা ও ছিনিয়ে নেয়ার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছে এসএ পরিবহণ কর্তৃপক্ষ ও সাধারণ গ্রাহকরা।