শৌখিন গরু নিয়ে বগুড়ায় চলছে গরুর র্যাম্প শো
- আপডেট সময় : ০৬:৫৫:৪৬ অপরাহ্ন, শনিবার, ৯ ডিসেম্বর ২০২৩
- / ১৮৪৩ বার পড়া হয়েছে
দেশী-বিদেশী সৌখিন গরু নিয়ে প্রথমবারের মতো বগুড়ায় শুরু হয়েছে উত্তরবঙ্গ গরুর মেলা। সারা দেশ থেকে মেলায় এসেছেন খামারিরা। চলছে গরুর রেম্প শো আর জমজমাট কেনাবেচা। প্রথম দিনেই সর্বোচ্চ ৪০ লাখ টাকার একটি ব্রাহমা জাতের গরু বিক্রি হয়। গরু ছাড়াও ছাগল, মহিষ, মুরগি ,পাখি, কবুতরসহ সৌখিন প্রাণী উঠেছে মেলায়। বগুড়া থেকে বিস্তারিত জানাচ্ছি আরিফ রেহমান।
ফ্যাশন শো-র সঙ্গে সবাই পরিচিত হলেও গরুর রেম্প শো নিয়ে ধারণা নেই কারো। গানের তালে তালে সেই আয়োজন হলো বগুড়ায়। উন্নত জাতের বিশাল বিশাল গরু উঠেছে। এত বড় গরু আগে দেখেনি বগুড়াবাসী। বিডিএফ উত্তরবঙ্গ বগুড়ায় আয়োজন করেছে দুদিনের এ গরুর মেলা। সৌখিন খামারীদের সঙ্গে গ্রামীণ খামারীদের পরিচয় করে দিতেই এই আয়োজন। সারা দেশের ২৫০ জন খামারি ২১৬ টি স্টল দিয়েছেন। গরু উঠেছে ৪০০ এরও বেশি।
প্রথম দিনেই ব্রাহমা জাতের একটি গরু বিক্রি হলো ৪০ লাখ টাকায়। একটি বাছুর বিক্রি হলো ১২ লাখে। ব্যতিক্রমী এই আয়োজন দেখে খুশি দর্শকরা।
পশু পালনের খরচ কমাতে সরকারি উদ্যোগের কথা জানালেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব।
দুদিনের এই মেলায় উঠেছে ফিজিয়ান, ব্রাহমা, শাহীওয়াল, কংগ্রেসসহ বিভিন্ন উন্নত জাতের গরু।