হবিগঞ্জে পুলিশ-বিএনপি সংঘর্ষে সাংবাদিকসহ আহত ৫০
- আপডেট সময় : ০৬:৪৮:৫৫ অপরাহ্ন, রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩
- / ১৯৬৭ বার পড়া হয়েছে
আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে হবিগঞ্জের শায়েস্তানগরে পুলিশ-বিএনপি সংঘর্ষে সাংবাদিকসহ অন্তত ৫০ জন আহত হয়েছে। এছাড়াও দেশের বিভিন্ন জেলায় পুলিশি বাধাঁয় বিএনপির পূর্ব নির্ধারিত মানববন্ধন পন্ড হয়েছে। এসময় বক্তারা বলেন, গুম, খুন ও হত্যার মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা ভূলুণ্ঠিত করা হয়েছে, দেশে আইনের শাসন ও মানবাধিকার নেই।
হবিগঞ্জে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই সাংবাদিকসহ অন্তত ১৫ জন গুলিবিদ্ধ হয়। পুলিশসহ আহত হয়েছেন অন্তত ৫০ জন। দুপুরে পোলরোড এলাকায় এ ঘটনা ঘটে। বিএনপির নেতাকর্মীদের পুলিশ বাঁধা দিলে বাধে সংঘর্ষ। চলে ধাওয়া-পাল্টা ধাওয়া। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাবার বুলেট ছোড়ে পুলিশ। নির্যাতনের মাধমে ফ্যাসীবাদী সরকারের সঙ্গে আতাত করতে বাধ্য করা হচ্ছে বলে অভিযোগ করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাৎ হোসেন। চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে বিএনপি পন্থী পেশাজীবীদের সংগঠন সম্মিলিত পেশাজীবী পরিষদ আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
রাজশাহীতে মানববন্ধন করেছে বিএনপি। সকালে বিজিবি, রেব ও পুলিশের কড়া নিরাপত্তাবলয়ের মধ্যে মহানগরী বাটার মোড়ে এ কর্মসুচি পালিত হয়। বরিশালে বিএনপির আন্তর্জাতিক মানবাধিকার দিবসের মানববন্ধন পুলিশি বাধায় পণ্ড। দুপুরে নগরীর সদর রোডে মানববন্ধনে প্রস্তুতি নেয় দক্ষিন ও উত্তর জেলা বিএনপি। এ সময় পুলিশ তাদের বাঁধা দেয় এবং নেতাকর্মীরা দলীয় কার্যালয়ে যাওয়ার চেষ্টা করলে সেখানেও পুলিশ বাধা দেয়। চাঁদপুরে মানববন্ধন করছে বিএনপি-জামায়াত। সকালে পুলিশের চোখ ফাঁকি দিয়ে বিএনপির অঙ্গসংগঠনের নেতারা চাঁদপুর সদরের চান্দ্রা এলাকায় এ মানববন্ধন করে।এছাড়া চাঁদপুর শহরের ওয়ারলেস এলাকায় মানববন্ধন করেছে জেলা জামায়াতে ইসলামীর নেতারা। মানবাধিকার দিবস উপলক্ষ্যে গাজীপুর জেলা ও মহানগর বিএনপির উদ্দোগে গাজীপুর ডিসি অফিস সামনে মানববন্ধন পালন করা হয়েছে । নাটোরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।সকালে জাতীয়তাবাদী আইনজীবীর ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
নওগাঁয় মানবন্ধন করেছে বিএনপি। সকালে শহরের কেডির মোড় দলীয় কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী চলে এই কর্মসূচী। নেতৃত্ব দেন জেলা বিএনপির সাবেক আহাবায়ক হাফিজুর রহমান। খুলনায় বিশ্ব মানবাধিকার দিবস পালন করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।দুপুরে খুলনা আইনজীবি সমিতির সামনের সড়কে বিএনপি কেন্দ্র ঘোষিত মানব বন্ধন কর্মসুচি পালন করেছে তারা। আন্তর্জাতিক মানবাধিকার দিবসে গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের অংশগ্রহণে কুড়িগ্রাম জেলা বিএনপির উদ্যোগে শান্তিপূর্ণ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এসময় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানা। সিলেটে মানববন্ধন করেছে বিএনপি। সকালে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরীর সভাপতিত্বে নগরীর বন্দরবাজারের মধুবন মার্কেটের সামনে এ মানববন্ধন হয়। জামালপুর, পঞ্চগড়, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, পাবনা ও মুন্সীগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।