দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নওগাঁয়
- আপডেট সময় : ১২:১৭:৫০ অপরাহ্ন, সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩
- / ২৮৬১ বার পড়া হয়েছে
দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নওগাঁয়। উত্তরের জেলা নওগাঁয় জেঁকে বসতে শুরু করেছে শীত। ঘন কুয়াশায় ঢাকা পড়েছে চারদিক।
সকালে জেলার বদলগাছী আবহাওয়া অফিসে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। যা চলতি মৌসুমে এখন পর্যন্ত এটাই দেশের সর্বনিম্ন তাপমাত্রা। আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র সূত্রে জানা গেছে, আগের দিনের তুলনায় আজ তাপমাত্রা ২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস কম। গতকাল নওগাঁয় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৪ ডিগ্রি সেলসিয়াস।
দেশের উত্তরের জেলা পঞ্চগড়ে জেকে বসেছে শীত। পাল্লা দিয়ে কমছে তাপমাত্রাও। হিমালয় থেকে বয়ে আসা পাহাড়ী হিমেল হাওয়ার সাথে রাত থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশায় ঢাকা পড়ে থাকে পুরো জেলা। ভারি জানবাহন হেড লাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে ।
সকাল নয়টায় জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে ১৩ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। হিমালয়ের কাছে হওয়ায় পঞ্চগড়ে বরাবরই শীতের প্রকোপ বেশি থাকে। শীতকালে বেশির ভাগ সময় দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করে প্রান্তিক এ জেলায়। তীব্র শীতে বিপর্যস্ত হয়ে পড়ছে জনজীবন।