ঘন কুয়াশার কারণে চাঁদপুরে লঞ্চের সংঘর্ষ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:১৫:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩
- / ১৬৭১ বার পড়া হয়েছে
ঘন কুয়াশার কারণে চাঁদপুরে দুই জায়গায় চারটি লঞ্চের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এর মধ্যে হাইমচর এলাকায় ইলিশা থেকে ঢাকাগামী সুরভী-৮ এবং ঢাকা থেকে চরফ্যাশনগামী টিপু-১৪ লঞ্চের মধ্যে সংঘর্ষে এক যাত্রী নিহত হন।
তবে মোহনপুর এলাকায় অপর সংঘর্ষের ঘটনায় বড় ধরনের ক্ষতির খবর পাওয়া যায়নি। গভীর রাতে এ দুর্ঘটনা ঘটে। চাঁদপুর নদী বন্দর কর্মকর্তা শাহাদাত হোসেন বলেন, লঞ্চ মাস্টার, ড্রাইভারদের দুর্যোগপূর্ণ আবহাওয়া এবং ঘন কুয়াশায় নৌযান না চালানোর নির্দেশ দেয়া আছে। নির্দেশনা অমান্যের কারণে প্রায়ই এ ধরনের দুর্ঘটনা হচ্ছে। চাঁদপুরের নৌ পুলিশের এসপি মো. কামরুজ্জামান বলেন, সুরভী লঞ্চের এক যাত্রীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। তবে তিনি কীভাবে মারা গেছেন তা জানা যায়নি।