গাজীপুরে আওয়ামী লীগের প্রতিদন্দি আওয়ামী লীগে
- আপডেট সময় : ০৬:২২:৪১ অপরাহ্ন, বুধবার, ১৩ ডিসেম্বর ২০২৩
- / ১৮৪৭ বার পড়া হয়েছে
বিএনপিসহ সমমনা দল ভোট বর্জন করলেও গাজীপুরে আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ। প্রতি আসনেই নৌকার বিরুদ্ধে এক বা একাধিক দলীয় প্রার্থী ভোটে নেমেছেন। এ নিয়ে দলীয় প্রার্থীরা অস্বস্তিতে থাকলেও মুখ খুলছেন না কেউ। তবে নিজেদের পছন্দের প্রার্থীর জয়ের ব্যাপারে আশাবাদী সমর্থকরা। নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা রিটার্নিং কর্মকর্তা ।
গাজীপুরে ৫টি আসনে প্রার্থীদের বাছাই শেষে বিভিন্ন দলের ৪১ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পাচ্ছেন দ্বাদশ জাতীয় নির্বাচনে। নির্বাচনে আওয়ামী লীগ ছাড়াও জাতীয় পার্টি, তৃণমূল বিএনপি, ইসলামী ঐক্যজোট, জাকের পার্টি, কৃষক শ্রমিক জনতা লীগ, জাসদ, তরিকত ফেডারেশন ও ন্যাশনাল পিপলস পার্টি, বাংলাদেশ কংগ্রেস, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট, বাংলাদেশ সুপ্রীম পার্টি ও গণফোরামের প্রার্থীরা লড়ছেন। তবে আওয়ামী লীগের ৫ প্রার্থীর বিপরীতে নিজেদের দলীয় পদধারী ৫ প্রার্থী স্বতন্ত্র হিসেবে ভোটে লড়ছেন। নৌকার রাজনীতি করলেও দ্বিধাবিভক্ত অনুসারীরা অবশ্য নিজেদের পছন্দের প্রার্থীর জয়ের ব্যাপারে আশাবাদী।
তৃণমূলে নেতাকর্মীদের মধ্যে স্থায়ী বিভক্তি তৈরির ঝুঁকির বিষয়টি নিয়ে দলীয় প্রার্থীরা অস্বস্তিতে থাকলেও মুখে স্বীকার করছেন না ।
দলীয় প্রার্থীর বিরুদ্ধে নানা অভিযোগ এনে ভোটের মাঠে নিজেদের জয় দেখছেন স্বতন্ত্র প্রার্থীরা ।
নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ রাখতে কাজ করছেন জেলা রিটার্নিং কর্মকর্তা ।
নির্বাচনে আপিল – নিষ্পত্তি ,প্রার্থিতা প্রত্যাহার শেষে ১৮ ডিসেম্বর প্রতীক বরাদ্দর মধ্যদিয়ে শুরু হবে আনুষ্ঠানিক প্রচারনা। গাজীপুরের ৫টি আসনে এবার মোট ভোটার সংখ্যা ২৬ লাখ ১৩ হাজার ৬শ ২৯। তাদের জন্য মোট ভোট কেন্দ্র নির্ধারণ করা হয়েছে ৯শ’৩৫টি।