মানুষ হত্যা করে কখনোই সরকার উৎখাত করা যাবে না : প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০৬:৪২:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৩ ডিসেম্বর ২০২৩
- / ১৭৩২ বার পড়া হয়েছে
একটি গোষ্ঠী আন্দোলনের নামে জ্বালাও-পোড়াও করে সরকার উৎখাতে নেমেছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, মানুষ হত্যা করে কখনোই সরকার উৎখাত করা যাবে না। দুপুরে এফবিসিসিআইয়ের নতুন কমিটির সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। গাজীপুরে রেললাইন কাটা এবং ট্রেনের ইঞ্জিনসহ সাতটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনার নিন্দা জানিয়ে, বিএনপি-জামায়াতের আন্দোলনের বিরুদ্ধে জনগণকে রুখে দাঁড়ানোর আহ্বান জানান শেখ হাসিনা।
গণভবনে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি-এফবিসিসিআইয়ের নতুন কমিটির সঙ্গে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিতে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে তিনি বলেন, ব্যবসায়ীদের স্বাধীনভাবে ব্যবসা করার সুযোগ করে দিয়েছে সরকার। সরকার উৎখাতে বিএনপি-জামায়াতের আন্দোলনের নামে সহিংসতার সমালোচনা করেন প্রধানমন্ত্রী। গাজীপুরে ট্রেনের বগি লাইনচ্যুত হওয়া ঘটনার নিন্দা জানিয়ে তিনি বলেন, জীবন্ত মানুষকে যারা আগুন দিয়ে পুড়িয়ে মারে, তাদের মধ্যে মনুষ্যত্ববোধ নেই। ক্ষমতা আঁকড়ে ধরার চেষ্টা আওয়ামী লীগের নেই মন্তব্য করে শেখ হাসিনা বলেন, জনগণ যাকে ভোট দেবে, সেই ক্ষমতায় আসবে।