জামালপুরে বাস-পিকআপ ও সিএনজির ত্রিমুখী সংঘর্ষ তিনজন নিহত

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:০৬:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১৫ ডিসেম্বর ২০২৩
- / ১৭৬৬ বার পড়া হয়েছে
জামালপুর সদরের তিতপল্লা বাস স্ট্যান্ডে বাস-পিকআপ ও সিএনজির ত্রিমুখী সংঘর্ষ তিনজন নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন ৬ জন।
নিহত দুইজনই সবজি ব্যবসায়ী। আরেক জন গাড়ির চালক। আজ ভোর ৬টার দিকে জামালপুর-টাঙ্গাইল মহাসড়কের তিতপল্লাতে ঢাকা গামী শাদনান এন্টারপ্রাইজের বাসের সাথে সবজিবাহী পিকআপ ভ্যান এবং সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই দুই সবজি ব্যবসায়ী আনোয়ার হোসেন এবং শামসুল হক মারা যান। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পিকআপ ভ্যানের চালক মারা যান। এছাড়াও সংঘর্ষের ঘটনায় ৬ জন আহত হয়েছে, আহতরা জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।