রেলপথ নিরাপদ রাখতে ব্যাপক উদ্যোগ নিয়েছে সরকার
- আপডেট সময় : ০১:০১:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০২৩
- / ১৬৭৯ বার পড়া হয়েছে
নির্বাচন সামনে রেখে আছে বড় নাশকতার শঙ্কা। মঙ্গলবার দেশের বিভিন্ন জায়গায় নৌকা-স্বতন্ত্র সংঘাতে অর্ধশতাধিক আহত হয়েছে। এদিকে, একের পর এক জ্বলছে নাশকতার আগুন জ্বলছে বিএনপির সঙ্গে সমমনা দলগুলোর দফায় দফায় হরতাল-অবরোধ কর্মসূচিকে ঘিরে। সামগ্রিক বিবেচনায় নিরাপত্তার নতুন ছক তৈরি করেছে আইনশৃঙ্খলা বাহিনী।.
বুধবার রাতে রাজধানীর তেজগাঁওয়ে কলোনি বাজার মোড়ে বেসরকারি কোম্পানির বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
রাজধানীর তেজগাঁওয়ে মোহনগঞ্জ এক্সপ্রেসে দেয়া আগুনে নিহত ব্যক্তির পরিচয় সনাক্ত হয়েছে। পুড়ে অঙ্গার মরদেহের দাঁত দেখে পরিচয় সনাক্ত করেন নিহতের স্ত্রী ও স্বজনরা। ময়নাতদন্তে ডিএনএ নমুনা সংগ্রহের পর স্বজনদের কাছে হস্তান্তর করা হয় খোকন মিয়ার মরদেহ।
রাজধানী ঢাকার ক্যান্টনমেন্ট স্টেশনে ‘ব্রহ্মপুত্র এক্সপ্রেস’ ট্রেনে আগুনের ঘটনা ঘটেছে। বুধবার সন্ধ্যার পরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এদিকে, রেলপথে নাশকতার আশঙ্কা মাথায় রেখে ট্রেন ও রেলপথ নিরাপদ রাখতে ব্যাপক উদ্যোগ নিয়েছে সরকার। সারা দেশের সব স্টেশন, রেলপথ এবং ট্রেনের গুরুত্বপূর্ণ বগিগুলোয় জরুরি ভিত্তিতে সিসি ক্যামেরা স্থাপনের উদ্যোগ নেয়া হয়েছে। ইতোমধ্যে সারা দেশে ১১ হাজার ৭শ আনসার সদস্য মোতায়েনের সিদ্ধান্ত হয়েছে।