ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় নিহত ২ ও আহত ৪
- আপডেট সময় : ০৫:০৫:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২২ ডিসেম্বর ২০২৩
- / ১৯২১ বার পড়া হয়েছে
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মালিথিয়া শেখপাড়ায় নসিমণ সিএনজি মুখোমুখি সংঘর্ষে দু’জন নিহত ও চারজন আহত হয়েছেন। ভোরে এ দুর্ঘটনা ঘেট। এ দুর্ঘটনা ঘটেছে।
নিহতরা হলেন , শৈলকুপার কবিরপুরের মৃত আহাদ অলি শেখের ছেলে অবসর প্রাপ্ত পুলিশ সদস্য আসাদুজ্জামান ( ৬৫ ) ও নওয়াপাড়া গ্রামের মেহের আলির ছেলে সিএনজি চালক বাবু হোসেন।
লাঙ্গলবাঁধ পুলিশ ক্যাম্পের আইসি হামিদুল ইসলাম জানান, বৃহষ্পতিবার রাতে শ্্রীপুর উপজেলায় ওয়াজ শুনে হতাহতরা একটি সিএনজি যোগে বাড়ি ফিরছিলেন। পথে শৈলকুপা উপজেলা চরমালিথিয়া শেখপাড়ায় পৌঁছালে নসিমনের সাথে স্এিনজির মুখোমুখি সংঘর্ষ হয়। স্থানীয়রা তাদের উদ্ধার শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত ডাক্তার বাবুকে মৃত ঘোষনা করেন। অসাদুজ্জামানকে মাগুরা হাসপাতালে রেফার্ড করা হয়। চিকিৎসাধিন অবস্থায় তিনি মারা যান। পুলিশ দুর্ঘটনা কবলিত যান দুটি আটক করেছে।
দিনাজপুরের বিরামপুরে পাথর বোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তারিকুজ্জামান নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।গেলরাতে দিনাজপুর গোবিন্দগঞ্জ সড়কের বিরামপুর জনতা ব্যাংকের সামনে এ দুর্ঘটনা ঘটে।নিহত তারিকুজ্জামান উপজেলার কোচগ্রাম গ্রামের তাজুল ইসলামের ছেলে। বিরামপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) সুব্রত কুমার সরকার জানান, তারিকুজ্জামান রাতে বিরামপুরে একটি হোটেল থেকে বিরিয়ানি কিনে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। ফেরার পথে একটি অটোকে সাইড দিতে গিয়ে সে রাস্তায় পড়ে যায়। এ সময় দিনাজপুর থেকে অজ্ঞাত স্থানের দিকে যাওয়া একটি পাথর বোঝাই ট্রাক তার মাথার ওপর দিয়ে চলে যায়। এতে সে ঘটনাস্থলেই সে মারা যায়। এবং ট্রাকচালক ও হেল্পার পালিয়ে গেছে।তিনি আরও বলেন, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে। এ বিষয়ে থানায় মামলা দায়ের করা হয়েছে।