নির্বাচনকে সামনে রেখে কোনো সুনির্দিষ্ট ঝুঁকি ও নাশকতার আশঙ্কা নেই : হাবিবুর রহমান
- আপডেট সময় : ০৭:৫২:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৫ ডিসেম্বর ২০২৩
- / ১৭১০ বার পড়া হয়েছে
ভোট ঠেকানোর অপচেষ্টা প্রতিহত করা প্রতিটি নাগরিক ও জনপ্রতিনিধিদের সাংবিধানিক দায়িত্ব বলে মন্তব্য করেছেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। তিনি বলেন, নির্বাচনকে সামনে রেখে কোনো সুনির্দিষ্ট ঝুঁকি ও নাশকতার আশঙ্কা নেই। দুপুরে রাজারবাগ পুলিশ লাইনে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির কাউন্সিলরদের সঙ্গে মতবিনিময়কালে একথা বলেন হাবিবুর রহমান।
আইনশৃঙ্খলা বিষয় সংক্রান্ত মতবিনিময় করতে ঢাকা দুই সিটির ১২৯টি ওয়ার্ডের ১৭২ জন কাউন্সিলরকে আমন্ত্রণ জানান ডিএমপি কমিশনার হাবিবুর রহমান।
রাজারবাগ পুলিশ লাইনন্সে আয়োজিত মতবিনিময় সভায়, আসন্ন নির্বাচন, বিরোধী দলের আন্দোলন, ভোট গ্রহণে নিরুৎসাহিত করাসহ সহিংস ঘটনার বিষয় গুরুত্ব পায়।
মতবিনিমিয় শেষে ডিএমপি কমিশনার জানান, ভোট ঠেকানোর অপতৎপরতা প্রতিহত করা সাংবিধানিক দায়িত্ব।
আন্দোলনরত রাজনৈতিক দলের সন্ত্রাসী কার্যক্রম প্রতিরোধে পুলিশের সঙ্গে কাউন্সিলররা একসঙ্গে কাজ করবে বলে জানান তিনি।
ঢাকা মহানগরীর ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করতে পুলিশ ও কাউন্সিলররা যৌথভাবে কাজ করবে বলেও জানান হাবিবুর রহমান।