নির্বাচনী প্রচার প্রচারণা জমে উঠছে রংপুর
- আপডেট সময় : ১২:৩৮:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ ডিসেম্বর ২০২৩
- / ১৬৪২ বার পড়া হয়েছে
নির্বাচনী প্রচার প্রচারণা জমে উঠছে রংপুরে। প্রার্থীরা ছুটছেন ভোটারদের বাড়ি-বাড়ি। উঠান বৈঠক, গণসংযোগ, লিফলেট বিতরণসহ নির্বাচনী সভায় নানা প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। নিজ নির্বাচনী এলাকা রংপুর সদরে অবস্থান করছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদ ও বাবা-মায়ের কবর জিয়ারত ও কর্মীসভা করে প্রচারণায় নেমেছেন তিনি।
রংপুরের সব আসনে চলছে মনোনীত প্রার্থীদের প্রচার। গণসংযোগে গিয়ে নির্বাচনী প্রতিশ্রুতি দেয়ার পাশাপাশি তারা ভোটারদের উৎসাহিত করছেন নির্বাচনের দিন ভোট কেন্দ্রে যেতে।
রংপুর ৪ আসনের আওয়ামী লীগ প্রার্থী বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, বিদেশিরা নির্বাচনের বিরোধিতা বন্ধ করে দিয়েছে।
জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, তার দল অংশ না নিলেও সরকার নির্বাচন করতে প্রতিশ্রুতিবদ্ধ। পরিস্থিতি বুঝেই অংশ নেয়ার সিদ্ধান্ত তার দলের।রংপুর-৩ আসনের গণসংযোগে এ কথা বলেন তিনি।
রংপুর-২ আসনের জাতীয় পার্টির আরেক প্রার্থী আনিছুল ইসলাম মন্ডল প্রচারে নেমে বলেন, ২০১৪ ও ১৮ সালের বিতর্কিত নির্বাচন দেখে ভোটাররা আগ্রহ হারিয়েছে।
রংপুরের ৬টি আসনে একাধিক হেভিওয়েট প্রার্থী থাকায় সরগরম ভোটের মাঠ। সর্বত্র চলছে ভোটের নানা হিসেব-নিকেশ।