পুলিশ দিয়ে চলমান আন্দোলন প্রতিহত করা যাবে না : গণতন্ত্র মঞ্চে
- আপডেট সময় : ০৭:৪১:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ ডিসেম্বর ২০২৩
- / ১৭৪৪ বার পড়া হয়েছে
সরকার প্রহসনের নির্বাচন করে ক্ষমতায় আসলেও জনগণের প্রতিরোধে টিকে থাকতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। রাজধানীর মতিঝিলে ‘ভোট বর্জন ও অসহযোগ আন্দোলনের’ পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণকালে তিনি একথা বলেন। একই এলাকায় গণতন্ত্র মঞ্চের কর্মসূচি পুলিশী বাধায় পণ্ড হয়ে যায়। গণতন্ত্র মঞ্চের নেতারা শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলনে, পুলিশী বাধার তীব্র নিন্দা জানান। বলেন, পুলিশ দিয়ে চলমান আন্দোলন প্রতিহত করা যাবে না।
ভোট বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে জনমত তৈরিতে রাজধাপুলিশ দিয়ে চলমান আন্দোলন প্রতিহত করা যাবে না : গণতন্ত্র মঞ্চনীর মতিঝিল এলাকায় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে গনসংযোগ ও লিফলেট বিতরন ককরেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। এসময় তিনি বলেন, সরকার প্রহসনের নির্বাচন করে ক্ষমতায় আসলেও, জনগণের প্রতিরোধে টিকে থাকতে পারবে না। একই এলাকায় লিফলেট বিতরণ ও গণসংযোগ করতে গেলে, পুলিশ বাধার মুখে পড়ে গণতন্ত্রমঞ্চের নেতারা।
পুলিশ তাদের লিফলেট ও ব্যানার ছিনিয়ে নেয়। পরে গণতন্ ত্রমঞ্চের নেতারা অভিযোগ করেন, শান্তিপূর্ন কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ। তবে এব্যাপারে কোনো প্রতিক্রিয়া জানায়নি পুলিশ। এর আগে, জাতীয় প্রেসক্লাবের সামনে জেএডির গণসংযোগ ও লিফলেট বিতরণ করতে গেলে, বাধা দেয় পুলিশ।