ভোট বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে জনমত তৈরিতে বিএনপির লিফলেট বিতরণ
- আপডেট সময় : ০৮:০৩:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ ডিসেম্বর ২০২৩
- / ১৮৩৭ বার পড়া হয়েছে
ভোট বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে জনমত তৈরিতে দ্বিতীয় দফায় প্রথম দিনে রাজধানীর বিজয়নগর, প্রেসক্লাব, পল্টনে গনসংযোগ ও লিফলেট বিতরণ করেছে বিএনপির সমমনা দল ও জোট। এসময় দল ও জোট নেতারা অভিযোগ করেন, ভোটে অংশ নিতে সাধারণ মানুষকে সরকারি দলের লোকজন ও প্রশাসন ভয় দেখাচ্ছে। প্রহসনের নির্বাচন বর্জনের আহ্বান জানান দল ও জোট নেতারা।
একতরফা নির্বাচনের ভোট বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে জনমত গড়ে তুলতে বিএনপির পাশাপাশি সমমনা দল ও জোট রাজধানীতে গণসংযোগ ও লিফলেট বিতরণ করে। গণ অধিকার পরিষদের একাংশ পুরানা পল্টন থেকে মতিঝিল পর্যন্ত গণসংযোগ ও লিফলেট বিতরণ করে। পল্টন মোড়ে সমাবেশে একাংশের সভাপতি নুরুল হক নুর বলেন, ৭ জানুয়ারি ভোট করলে, বহি:বিশ্ব থেকে দেশকে বিচ্ছিন্ন হয়ে যাবে। গণ অধিকার পরিষদের অপর অংশ প্রেসক্লাব থেকে বিজয় নগর এলাকায় গণনসংযোগ করে। লিফলেট বিতরণকালে পুলিশী বাধার অভিযোগ করেন তারা।
বিজয়নগরে কার্যকরী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরীর নেতৃত্বে ভোট বর্জনের আহ্বান জানিয়ে বিক্ষোভ করে গণফোরাম। বিজয়নগর এলাকায় লিফলেট বিতরণ করেন, লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান।৷ নির্বাচন বর্জনের আহ্বান জানান তিনি। এছাড়া বিজয় নগর, পল্টন-প্রেসক্লাব এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করে এলডিপি, ১২ দলীয় জোট।