আজ আরও ছয় জেলার নির্বাচনী জনসভায় ভার্চুয়ালি বক্তব্য দেবেন শেখ হাসিনা
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:০৬:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর ২০২৩
- / ১৬৮৬ বার পড়া হয়েছে
আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা আজ আরও ছয় জেলার নির্বাচনী জনসভায় ভার্চুয়ালি বক্তব্য দেবেন। ভোট চাইতে আগামীকাল বরিশালে যাবেন তিনি।
দুপুর ৩টায় রাজধানীর তেজগাঁওয়ের ঢাকা জেলা আওয়ামী লীগ ভবন প্রান্ত থেকে এসব জনসভায় যুক্ত হবেন সরকারপ্রধান। পর্যায়ক্রমে ময়মনসিংহ বিভাগের জামালপুর ও শেরপুর, ঢাকা বিভাগের কিশোরগঞ্জ ও নরসিংদী এবং চট্টগ্রাম বিভাগের চাঁদপুর ও বান্দরবান জেলার নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন তিনি। কর্মসূচিতে আওয়ামী লীগের কেন্দ্রীয়, সংশ্লিষ্ট জেলা, উপজেলা, থানা, পৌর ও ইউনিয়ন, ওয়ার্ড আওয়ামী লীগ এবং সংশ্লিষ্ট জেলাগুলোর নির্বাচনী এলাকার দলীয় প্রার্থীরা উপস্থিত থাকবেন। এর আগে গত ২১ ডিসেম্বর পাঁচটি এবং ২৩ ডিসেম্বর ছয় জেলার নির্বাচনী জনসভায় ভার্চুয়ালি অংশগ্রহণ করে বক্তব্য দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।