নির্বাচন নিয়ে জাতীয় ও আন্তর্জাতিকভাবে এখনো নানা ষড়যন্ত্র হচ্ছে : প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০৮:২৭:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর ২০২৩
- / ১৬৯৩ বার পড়া হয়েছে
নির্বাচন নিয়ে জাতীয় ও আন্তর্জাতিকভাবে এখনো নানা ষড়যন্ত্র হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিএনপি-জামায়াত ছাড়া নির্বাচন অংশগ্রহণমূলক হবে না- সে কথাও বিশ্বাস করেন না তিনি। ৬ জেলায় নির্বাচনী জনসভায় ভার্চুয়ালি যোগ দিয়ে একথা বলেন শেখ হাসিনা। বলেন, পরাজয় হবে জেনেই নির্বাচন বানচালের চেষ্টা করছে বিএনপি। এর আগে, সকালে গণভবনে ২৮ অক্টোবর বিএনপি-জামায়াতের হামলার শিকার গণমাধ্যম কর্মীরা দেখা করেন প্রধানমন্ত্রীর সাথে। এসময় হামলাকারীদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনার আশ্বাস দেন তিনি।
রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে ৬ জেলায় নির্বাচনী জনসভায় ভার্চুয়ালি যোগ দেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জেলাগুলো হলো-জামালপুর, শেরপুর, কিশোরগঞ্জ, নরসিংদী চাঁদপুর ও বান্দরবন। বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, ক্ষমতায় আসলেই মানুষের কল্যাণে কাজ আওয়ামী লীগ। পরাজয় হবে জেনেই নির্বাচন বানচালের চেস্টা করে বিএনপি।
নির্বাচন নিয়ে জাতীয় ও আন্তর্জাতিকভাবে চক্রান্ত চলছে উল্লেখ করে তিনি বলেন, বিএনপি-জামায়াত অংশ না নিলে, নির্বাচন অংশগ্রহনমূলক হবে তা বিশ্বাস করে না আওয়ামী লীগ। জনগণের কাছে গিয়ে ভোট চাওয়ার পাশাপাশি যে কোন পরিস্থিতিতে নেতাকর্মীদের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহবান জানান শেখ হাসিনা। এর আগে, সকালে গণভবনে ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশে হামলার শিকার সাংবাদিকদের সঙ্গে সাক্ষাৎ করেন শেখ হাসিনা। এসময় তাদের সার্বিক খোঁজ খবর নেন তিনি। গণমাধ্যম কর্মীদের প্রতি সমবেদনা জানিয়ে প্রধানমন্ত্রীর সাফ বক্তব্য, পার পাবে না সহিংসতায় জড়িতরা। খুঁজে বের করে শাস্তি দেয়া হবে। মানুষ হত্যা করে কি ধরনের রাজনীতি করতে চায় বিএনপি সে প্রশ্নও রাখেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।