পেছানো হলো মির্জা আব্বাসের দুর্নীতি মামলার রায়
- আপডেট সময় : ০৮:৩৫:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর ২০২৩
- / ১৬৫৯ বার পড়া হয়েছে
রাজধানীর মহাখালীতে পুলিশের কাজে বাধা ও আক্রমণের অভিযোগে ২০১১ সালের মামলার রায়ে বিএনপির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী ও অবসরপ্রাপ্ত মেজর মো. হাফিজ উদ্দিন আহমেদকে ২১ মাসের কারাদন্ড দিয়েছে আদালত। এদিকে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বিরুদ্ধে দুদকের মামলার রায় আবারও পিছিয়ে ২৪ জানুয়ারি নির্ধারণ করেছে আদালত।
২০১১ সালে পুলিশের কাজে বাধা ও আক্রমণের অভিযোগে গুলশান থানায় দায়ের করা মামলায় ১৯ জনের বিরুদ্ধে রায় ঘোষণা করেছে ঢাকার সিএমএম আদালত। এর মধ্যে ১১ জনকে খালাস দেয়া হলেও বিএনপির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী ও অবসরপ্রাপ্ত মেজর মো. হাফিজ উদ্দিন আহমেদসহ ৩ জনকে মোট ২১ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। মেট্রোপলিটন মাজিস্ট্রেট রাজেশ চৌধুরী এ রায় দেন।
এদিকে, জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বিরুদ্ধে দুদকের করা মামলার রায়- ঢাকার বিশেষ জজ আদালতের বিচারক মঞ্জুরুল ইমাম পিছিয়ে ২৪ জানুয়ারি নির্ধারণ করেছেন। রায় প্রস্তুত না হওয়ায় আদালত এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানান দুদকের আইনজীবী। মির্জা আব্বাসের আইনজীবী জানান, তৃতীয়বারের মতো মামলার রায়ের তারিখ পিছিয়ে ন্যায্যবিচার থেকে বিবাদীকে বঞ্চিত করা হচ্ছে।