সাজানো দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আত্মঘাতিমূলক হতে যাচ্ছে : ড. ইফতেখারুজ্জামান
- আপডেট সময় : ০৭:২৭:৩৫ অপরাহ্ন, শনিবার, ৩০ ডিসেম্বর ২০২৩
- / ১৬৭৩ বার পড়া হয়েছে
সাজানো দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আত্মঘাতিমূলক হতে যাচ্ছে বলে মন্তব্য করেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। এই ভোট নিয়ে মানুষের মনে কোন আগ্রহ নেই বলে জানান তিনি। রাজধানীর ব্র্যাক ইন সেন্টারে সিপিডি আয়োজিত সেমিনারে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে অন্য বক্তারা বলেন নির্বাচনে নাগরিকদের মৌলিক আকাঙ্খা পূরণের সুযোগ নেই। ভবিষতে দেশের অর্থনীতি আরো জটিল হবে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।
অন্তর্ভূক্তিমূলক উন্নয়ন ও ন্যায্যতা নিয়ে রাজধানীর ব্র্যাক ইন সেন্টারে সেমিনারের আয়োজন করে সেন্টার ফর পরিসি ডায়ালগ-সিপিডি।
সেমিনারে বক্তারা নির্বাচনকে ঘিরে দেশের নাগরিকদের মৌলিক অধিকার বাস্তবায়নের পথে প্রধান প্রধান প্রতিবন্ধকতাগুলো তুলে ধরেন।
অনুষ্ঠানে সিপিডি সম্মানীর ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, নির্বাচন ইস্যুতে বাংলাদেশের অর্থনীতি দিন দিন জটিলতর হচ্ছে।
তিনি বলেন, নির্বাচনী হলফনামা পর্যালোচনা করে দেখা যায়, আয় বাড়ানোর ভালো একটি পন্থা হচ্ছে ক্ষমতায় টিকে থাকা। ৫০০ গুণ বাড়তি সম্পদের মালিকরা ৫০০ গুণ বেশি কর দিয়েছেন কিনা এ প্রশ্ন রাখেন এনবিআরের কাছে?
আসন্ন নির্বাচনে সাজানো নির্বাচন দাবি করে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, ভয়-ভীতি দেখিয়ে ভোটারদের কেন্দ্রে আনার চেষ্টা চলছে।
স্বতস্ফূর্ত নির্বাচন ছাড়া গণতন্ত্রের যেমন বিকাশ ঘটে না, তেমনি সবার জন্য ঝুঁকি বাড়ে বলে মন্তব্য করেন ড. ইফতেখারুজ্জামান।