প্রতিবছর প্রবাসীর সংখ্যা বাড়লেও বাড়ছে না রেমিট্যান্স
- আপডেট সময় : ০৭:৩৯:৪১ অপরাহ্ন, শনিবার, ৩০ ডিসেম্বর ২০২৩
- / ১৭১৮ বার পড়া হয়েছে
প্রতিবছর প্রবাসীর সংখ্যা বাড়লেও বাড়ছে না রেমিট্যান্স। অর্থ মন্ত্রণালয় সঠিকভাবে দায়িত্ব পালন করলে, রেমিট্যান্স অনেক গুণ বাড়তো বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী। জাতীয় প্রবাসী দিবসে এক সেমিনারে তিনি আরো জানান, অদক্ষ শ্রমিক পাঠানো এখন আরো বড় বাধা। আর পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, দেশের শান্তি ও স্থিতিশীলতা নষ্ট হলে, সবাই ক্ষতিগ্রস্থ হবে। সকালে রাজধানীতে জাতীয় প্রবাসী দিবসের অনুষ্ঠানে এসব কথা বলেন তারা।
“প্রবাসী কল্যান, মর্যাদা আমাদের অঙ্গীকার : স্মার্ট বাংলাদেশ গড়ায় তারাও সমান অংশীদার ” এমন প্রতিপাদ্যে ৩০ ডিসেম্বর প্রথমবারের মতো পালিত হচ্ছে ‘জাতীয় প্রবাসী দিবস’। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এমন আয়োজন করে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়।
উদ্বোধনী অনুষ্ঠানে আলোচকরা বলেন, দেশের উন্নয়নের অন্যতম অংশীদার, প্রবাসীরা। আর্থ সামাজিক বিকাশে তাদের অবদান অনস্বীকার্য। বর্তমানে ১৭০টিরও বেশি দেশে প্রবাসীরা কাজ করছে।
প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ বলেন, নতুন শ্রম বাজারের অভাব নাই। অভাব দক্ষ শ্রমিক ও নিরাপদ অভিবাসন। তিনি বলেন,প্রবাসী বাড়লেও সেই হারে রেমিট্যান্স বাড়ছে না।
প্রধান অতিথি পররাষ্ট্রমন্ত্রী বলেন, ২০০৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত গড়ে সাড়ে ১৭ বিলিয়ন মার্কিন ডলার পাঠিয়েছে প্রবাসীরা। তবে প্রতিবেশীদের তুলনায় এখনও রেমিট্যান্স অনেক কম।
প্রবাসীদের সুযোগ সুবিধা বাস্তবায়নে পররাষ্ট্র মন্ত্রনালয়ের চেয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব অনেক বেশি বলেও জানান ড. এ কে আব্দুল মোমেন।