নতুন বছরের প্রথম দিনে বড় দুর্যোগের মুখোমুখি হয়েছে জাপানবাসী
- আপডেট সময় : ০১:১০:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জানুয়ারী ২০২৪
- / ১৮০৭ বার পড়া হয়েছে
নতুন বছরের প্রথম দিনে বড় দুর্যোগের মুখোমুখি হয়েছে জাপানবাসী। গতকাল ১ দিনে দেশটিতে ১৫৫টি ভূমিকম্প অনুভূত হয়েছে, এতে প্রাণ গেছে অন্তত ৩০ জনের। তবে বাড়তে পারে মৃতের সংখ্যা। জাপানের আবহাওয়া দপ্তর জানায়, ১৫৫টি ভূমিকম্পের মধ্যে ১টির মাত্রা ছিল রিখটার স্কেলে ৭ দশমিক ৬। জাপানের মধ্যাঞ্চলে এই ভূমিকম্প হয়।
তবে বেশির ভাগ ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৩ দশমিকের বেশি। তবে ভোরে শক্তিশালী ৬টি কম্পন অনুভূত হয়। ভূমিকম্পের পর জাপানের পশ্চিম উপকূলে আঘাত হানে সুনামি। এ সময় ৩ দশমিক ৩ ফুটের বেশি উচ্চতার ঢেউ উপকূলে আছড়ে পড়ে। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, এখনও ধ্বংসস্তূপের নিচে আটকে পড়ে আছেন অনেকে। জাপানের স্থানীয় ফায়ার সার্ভিস বলেছে, তারা ভূমিকম্পে অন্তত ৩০টি ভবন ধসে পড়ার খবর পেয়েছে। ভূমিকম্পে ফাটল ধরেছে অনেক সড়কে। ফলে অনেক জায়গায় পৌঁছাতে পারছেন না উদ্ধারকর্মীরা। তীব্র শীতে বিদ্যুৎ ছাড়াই দিন কাটছে হাজার হাজার মানুষের। জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা টেলিভিশনে দেয়া জরুরী ভাষণে বলেছেন, তল্লাশি আর উদ্ধার তৎপরতা নিয়ে সময়ের সঙ্গে যুদ্ধ করতে হচ্ছে। যত দ্রুত সম্ভব সবাইকে উদ্ধার করা হবে।