অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন না হলে, বাংলাদেশ সারা বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে : আনিছুর রহমান
- আপডেট সময় : ০৬:২২:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জানুয়ারী ২০২৪
- / ১৭৮০ বার পড়া হয়েছে
অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন না হলে, বাংলাদেশ সারা বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার আনিছুর রহমান। তিনি বলেন, শুধু দেশের মানুষের কাছে নয়, সারা বিশ্বের কাছে নির্বাচন গ্রহণযোগ্য না হলে, ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে দেশ। সকালে দ্বাদশ নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিষ্ট্রেটদের তৃতীয় দিনের প্রশিক্ষণ কর্মশালায় এ মন্তব্য করেন ইসি আনিছুর। আর ভোটের মাঠে গুজব আসবে, তাতে কান না দিয়ে ক্রস চেক করে অ্যাকশনে যাবার নির্দেশ দিয়েছেন জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফিজুর রহমান।
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তৃতীয় দিনের মতো অনিষ্ঠিত হয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাঠ পর্যায়ে দায়িত্বরত ৮৩৮ জন নির্বাহী ম্যাজিষ্ট্রেটের কর্মশালা। নির্বাচনকে কেন্দ্র নানা রকম গুজবের আশংকার কথা জানিয়ে, নির্বাহী ম্যাজিস্ট্রেটদের দিকনির্দেশনা দেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব।
সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচনের বিকল্প নেই জানিয়ে নির্বাচন কমিশনার আনিছুর রহমান বলেন, প্রশ্নবিদ্ধ নির্বাচনে আন্তর্জাতিক বিশ্বে বিচ্ছিন্ন হবে বাংলাদেশ। নির্বাচন সুষ্ঠু করতে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের আইন অনুযায়ী যে কোনো পদক্ষেপ নেয়ার নির্দেশনা দেন আনিছুর রহমান।