হয়ে যাওয়া নির্বাচন যেন কোনোভাবেই পোস্টপন্ড না হয় : রাশেদা সুলতানা
- আপডেট সময় : ০৬:৪৯:৪৬ অপরাহ্ন, বুধবার, ৩ জানুয়ারী ২০২৪
- / ১৬৪৪ বার পড়া হয়েছে
নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেছেন, হয়ে যাওয়া নির্বাচন যেন কোনোভাবেই পোস্টপন্ড না হয়। নির্বাচন কমিশনের একটাই লক্ষ্য, যেখানেই অনিয়ম হবে, সেখানেই অ্যাকশনে যাবে ইসি। দুপুরে নির্বাচন ভবনে সাংবাদিকদের এসব কথা বলেন রাশেদা সুলতানা। তিনি বলেন, ৭ জানুয়ারির নির্বাচন আন্তর্জাতিক অগ্নিপরীক্ষা; কারণ দেশের জনগণ এবং আর্ন্তজাতিক বিশ্বকে দেখাতে হবে নির্বাচন গ্রহনযোগ্য হয়েছে।
৭ জানুয়ারীর নির্বাচন যেন কোনভাবেই পন্ড না হয়, সেই লক্ষেই কাজ করছে নির্বাচন কমিশন-এমনটাই জানালেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা। নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশের জনগণ ও আর্ন্তজাতিক বিশ্বের কাছে গ্রহণযোগ্য নির্বাচন দেখাতে যেখানেই সহিংসতা হবে সেখানেই নির্বাচন কমিশন অ্যাকশনে যাবে। রাশেদা সুলতানা বলেন, সবাই যাতে অবাধ ও সুষ্ঠভাবে ভোট দিতে পারে সে জন্যই মাঠে সেনাবাহিনী নামানো হয়েছে।